চীন ও সেনেগালের যৌথ উদ্যোগে সেনেগালের রাজধানী দাকারে সম্প্রতিম্যালেরিয়া প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । সেমিনারে সেনেগালে নিযুক্ত চীনা দূতাবাসের বাণিজ্য কাউনসিলার চৌ চাও মিং বলেছেন , চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রথম আফ্রিকায় এ ধরণের সেমিনার অনুষ্ঠিত হয়েছে । এতে প্রতীয়মান হয় যে, চীন সরকারের সহায়তায় আফ্রিকার ম্যালেরিয়া নিবারণ ও রোধ সংক্রান্ত কাজ গুরুত্বপূণ পর্যায়ে প্রবেশ করেছে ।
সেমিনারে সেনেগালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন , সেনেগালের নাগরিকদের ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার হার ৩৩ শতাংশ । এটি হচ্ছে সেনেগালের জনসাধারণের জীবন বিপন্নকারী এক নম্বর রোগ । ম্যালেরিয়া প্রতিষেধক ওষুধ গবেষণা ও তৈরির ক্ষেত্রে চীনের মান বিশ্ব মানে উন্নীত হয়েছে এবং চীন এ রোগ নিবারণ ও রোধের ব্যাপারেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে । সেনেগালের জন্যে ম্যালেরিয়া প্রতিরোধে চীনের অভিজ্ঞতা ও প্রযুক্তির একান্ত প্রয়োজন । সেনেগাল আশা করছে যে, চীন তার দেশে একটি ম্যালেরিয়া প্রতিরোধ কেন্দ্র স্থাপন করবে ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যান থেকে জানা গেছে , আফ্রিকায় প্রতি বছর ১০ লাখ শিশু ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় । এটি অন্যান্য রোগজনিত আফ্রিকান শিশুদের মৃত্যু হারকে ছাড়িয়ে গেছে ।
|