পাকিস্তান সফররত চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ২৪ নভেম্বর ইসলামাবাদে পাকিস্তানী প্রেসিডেন্ট পারভেজ মুশাররাফ , প্রধানমন্ত্রী শওকত আজিজ প্রমূখ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ।
প্রেসিডেন্ট মুশারাফের সঙ্গেবৈঠককালে হু চিনথাও উল্লেখ করেছেন , চীন ও পাকিস্তানের ঐতিহ্যিক বন্ধুত্বসুদৃঢ় করা এবং পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা জোরদার করা যেমন দুদেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ তেমনি এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার পক্ষে সহায়ক । মুশাররাফ বলেছেন , দুদেশ বুনিয়াদী ব্যবস্থার নির্মাণ , খনিজ পদার্থশিল্প, সংস্কৃতি , পর্যটন , অ-ঐতিহ্যিক নিরাপত্তা প্রভৃতি ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থায় সহযোগিতা জোরদার করবে বলে তিনি আশা করেন ।এই দিন হু চিনথাও ও মুশাররাফ "চীন-পাকিস্তান মুক্ত বাণিজ্য চুক্তি" স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
আজিজের সঙ্গে সাক্ষাত্কালে হু চিনথাও বলেছেন , কুটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫ বছরে চীন ও পাকিস্তানের মধ্যে সুদৃঢ় বন্ধুত্ব গড়ে উঠেছে এবং সার্বিক ক্ষেত্রে সহযোগিতা চালানো হয়েছে । পাক-চীন মৈত্রী দুদেশের মূল্যবান সম্পদ । এই মৈত্রীকে অত্যন্ত গুরুত্ব দেয়া উচিত । আজিজ বলেচেন , চীন পাকিস্তানের বিশেষ বন্ধু । পাক-চীন সম্পর্ক কৌশলগত এবং দীর্ঘস্থায়ী । হু চিনথাওয়ের সফর দুদেশের সম্পর্কের ক্ষেত্রে আশা বয়ে এনেছে এবং বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা জোরদার করবে ।
উল্লেখ্য, হু চিনথাও পাকিস্তানের সিনেটের চেয়ারম্যান ইল্লাহি বক্স সোমরো ও সংসদের স্পীকার চৌধুরী আমির হুসাইনের সঙ্গেও সাক্ষাত করেছেন ।
|