সম্প্রতিদক্ষিণ চীনের কুয়াংচৌ শহরে চীনের উপপ্রধানমন্ত্রী উ ই বলেছেন , চীন বৈদেশিক পূঁজি ব্যবহারের গুণগতমানের উন্নয়নের চেষ্টা করে বৈদেশিক উন্মুক্ততার মান উন্নত করবে ।
কুয়াংচৌ শহর পরিদর্শনেরসময় উ ই বলেছেন , বৈদেশিক পূঁজি উন্মুক্ত করা চীনের এক মৌলিক রাষ্ট্রীয় নীতি । নতুন ঐতিহাসিক যুগে চীনকে আরও সক্রিয় মনোভাব নিয়ে বিশ্বে প্রবেশ করতে হবে , আর্থ-সামাজিক উন্নয়নে বৈদেশিক উন্মুক্ততার গুরুত্বপূর্ণ ভূমিকার উপর আরও গুরুত্ব দিতে হবে , উন্মুক্ত নীতির মাধ্যমে সংস্কার ও উন্নয়ন ত্বরান্বিত করতে হবে এবং বৈদেশিক উন্মুক্ততা ও বৈদেশিক পূঁজি আমদানিকে নতুন মানে উন্নীত দিতে হবে ।
উ ই জোর দিয়ে বলেছেন , বিভিন্ন অঞ্চলের সংশ্লিষ্ট বিভাগকে পূঁজি বিনিয়োগের পরিবেশের উন্নয়নে গুরুত্ব দিতে হবে । আইন অনুযায়ী দেশিবিদেশী অর্থবিনিয়োগকারীদের বৈধ অধিকার রক্ষা করতে হবে । সত্যিকারভাবে মেধাস্বত্ত রক্ষাকে জোরদার করতে হবে । নতুন হাইটেক শিল্প ও সাশ্রয় পরিবেশ রক্ষা শিল্পে অর্থবিনিয়োগ করতে বিদেশী ব্যবসায়ীদের আরও উত্সাহ করতে হবে ।
|