জাপানের প্রতিরক্ষামন্ত্রী কিউমা ফুমিও গত শুক্রবার জাতীয় সংসদের প্রতিনিধি পরিষদের নিরাপত্তা বিধান কমিটিতে প্রশ্নোত্তরের সময় বলেছেন , জাপান জরুরী অবস্থায় পারমাণবিক অস্ত্র বহনকারী মার্কিন যুদ্ধ জাহাজকে জাপানের জলসীমা পার হতে অনুমতি দেবে ।
তিনি বলেছেন , এটি জাপানের প্রতিশ্রুত তিনদফা অপারমাণবিক নীতি লংঘন করবে না । তবে এর আগে তিনি বলেছিলেন , জাপান সরকারের নীতি হচ্ছে কোনো পারমাণবিক অস্ত্রকে জাপানের জলসীমায় প্রবেশ করতে না দেয়া ।
উল্লেখ্য যে, ১৯৭১ সালে জাপানের প্রতিনিধি পরিষদের এক পূর্ণাংগঅধিবেশনে পারমাণবিক অস্ত্র নির্মাণ না করা , এ অস্ত্রের অধিকারী না হওয়া এবং এ অস্ত্র আমদানি না করার তিনদফা নীতি গৃহীত হয়েছিল । এটি হচ্ছে পারমাণবিক অস্ত্র সম্পর্কে জাপান সরকারের মৌলিক নীতি ।
|