৭৫জন ছাত্রছাত্রী নিয়ে গঠিত জাপানের মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রী প্রতিনিধি দল ২৪ নভেম্বর বিকালে পশ্চিম চীনের সিছুয়াং প্রদেশের ছেনতু শহরে পৌঁছেছে। তারা তিন দিনব্যাপী সফর কালে স্থানীয় মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ, খেলাধুলা করছে।
জানা গেছে, চীন-জাপান মৈত্রী পরিষদের আমন্ত্রণে জাপানী দলটি সিছুয়াংয়ে গিয়ে মৈত্রী সফর করেছে। সফর আয়োজনকারীরা আশা করে, এবারের কার্যক্রম দু'দেশের যুবকযুবতীদের মধ্যে সমঝোতা ও মৈত্রী উন্নত করতে সাহায্য করবে। এর পাশা পাশি জাপানের তরুণ-তরুণীরা সাম্প্রতিক বছরগুলোতে চীনের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পরিস্থিতি জানতে পারবে।
|