২৫ নভেম্বর পেইচিংয়ে চীনের উপপ্রধানমন্ত্রী হুই লিয়াংইয়ু বলেছেন , চীন ও পোল্যান্ডের কৃষি সহযোগিতা ও আদানপ্রদান জোরদার করা দুদেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং দুদেশের কৃষির অভিন্ন উন্নয়নে সহায়ক হবে ।
পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রী আন্দ্রজে লিপারের সঙ্গে সাক্ষাত্কালে হুই লিয়াংইয়ু একথা বলেছেন । দুপক্ষ দুদেশের দ্বিপক্ষীয় সহযোগিতামূলক সম্পর্কের ইতিবাচক মূল্যায়ন করেছে এবং দুদেশের কৃষি সহযোগিতা ও আদানপ্রদানের সাফল্য নিশ্চিত করেছে ।
হুই লিয়াংইয়ু বলেছেন , পারস্পরিক কল্যাণ ও সুযোগসুবিধার নীতি অনুযায়ী চীন ও পোল্যান্ডপুরোপুরিভাবে বর্তমান সহযোগিতা ব্যবস্থা কাজে লাগিয়ে সংলাপ ও পরামর্শ জোরদার করবে , কৃষির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ক্ষেত্রের সহযোগিতা এবং দ্বিপক্ষীয়কৃষিজাতদ্রব্যের বাণিজ্য সম্প্রসারিত করবে ।
|