সম্প্রতি উত্তর-পূর্ব চীনের লিয়াও নিং প্রদেশের ফু সিন পৌর সরকার সূত্র থেকে জানা গেছে , এশিয়ার বৃহত্তম উন্মুক্ত কয়লা খনি - ফু সিন শহরের হাইচৌ উন্মুক্ত কয়লা খনিকে আগামী কয়েক বছরের মধ্যে চীনের প্রথম কিস্তির খনি পার্করূপে নির্মাণ করা হবে ।
জানা গেছে , গত শতাব্দির পঞ্চাশের দশকে চীন সরকার বিপুল টাকা ব্যয় করে এ বৃহত হাইচৌ উন্মুক্ত কয়লা খনি নির্মাণ করেছিল । গত বছরের জুন মাসে কয়লা সম্পদ ফুরিয়ে যাওয়ায় এ কয়লা খনি বন্ধ করে দেয়া হয় । খনিটিতে ৪ কিলোমিটার দীর্ঘ , ২ কিলোমিটার প্রস্থ ও ৩২০ মিটার গভীর একটি প্রকান্ড গর্ত রয়ে গেছে । চীনের সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে হাইচৌ উন্মুক্ত কয়লা খনিকে চীনের প্রথম কিস্তির খনি পার্করূপে নির্মাণ করা হবে ।
জানা গেছে , পরিকল্পিত খনি পার্কের মধ্যে থাকবে ভূগর্ভস্থ জংগল , গর্ত জলাধার , বিজ্ঞান ও প্রযুক্তি ঘাঁটি ও কয়লা উত্তোলন যাদুঘর । বর্তমানে সংশ্লিষ্ট বিভাগ খনি গর্তের ওপর ভূগোলিক বিপর্যয় নিরসন ও জমি আবাদ করার কাজ শুরু করেছে ।
|