২৩ নভেম্বর ইরাকের রাজধানী বাগদাদের পূর্ব দিকের সাদর শহরে উপর্যুপরি গাড়ী বিস্ফোরণে কমপক্ষে ২০২ জনের প্রাণহানি ঘটেছে এবং ২৫২ জন আহত হয়েছে। ২০০৩ সালে ইরাক যুদ্ধের পর এটি হচ্ছে সবচেয়ে মর্মান্তিক হামলা।
ইইউর বৈদেশিক সম্পর্ক কমিশনার ওয়ালডন ২৪ নভেম্বর এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি ইরাকের সমস্ত রাজনীতি, ধর্ম এবং সম্প্রদায়ের নেতৃবৃন্দের উদ্দেশ্যে নিজ নিজ সমর্থকদের সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি আরও ঘোষণা করেছেন, ইইউ অব্যাহতভাবে দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্যেইরাক সরকার ও জনগণের উদ্যোগে আত্মনিয়োগ করবে।
|