|
|
(GMT+08:00)
2006-11-24 20:05:39
|
চীন ও পাকিস্তানের মধ্যে অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে
cri
২৪ নভেম্বর চীন ও পাকিস্তানের মধ্যে ' চীন-পাকিস্তান অবাধ বাণিজ্য চুক্তি' স্বাক্ষরিত হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জন শিয়েন এ প্রসঙ্গে পেইচিংএ বলেছেন, দু'দেশের মধ্যে অবাধ বাণিজ্য অঞ্চলের চুক্তি স্বাক্ষরিত হওয়া দু'দেশের আথ-বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নের অনুকুল। তিনি বলেছেন, এই চুক্তি দু'দেশের সম্পর্কের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটা শুধু দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার মান উন্নত করার জন্য তাই নয় বরং দু'দেশের সর্বকালীণমৈত্রীকে মৈত্রী আরও সংসংবন্ধ ও উন্নয়ন করার জন্যেও হিতকর।
২০০৭ সালের ১ জুলাই থেকে চীন ও পাকিস্তানের অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর হবে।
|
|
|