২৩ নভেম্বর ভেনেজুয়েলার সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ, জেনেজুয়েলার জ্বালানিসম্পদ ও তেল মন্ত্রী রাফায়েল রামিরেজ দেশের টেলিভিশনে এক সাক্ষাত্কার দেয়ার সময় বলেছেন, ডিসেম্বর মাসে আয়োজিত মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ওপেক আবার তেলের উত্পাদনের পরিমান কমানোর সিদ্ধান্ত প্রকাশ করবে।
রামিরেজ বলেছেন, ওপেকের সদস্য দেশের অভিন্ন মত হলো বর্তমান তেলের দাম স্থিতিশীল রাখা। তিনি বলছেন, পয়লা নভেম্বর থেকে তেল উত্পাদন কমানোর পর এখন প্রতিদিন তেলের উত্পাদনের পরিমান প্রায় ৩.২ বিলিয়ন ব্যারেল। তা আন্তর্জাতিক জ্বালানী সংস্থার অনুমানের চেয়ে ৭ লক্ষ ব্যারেল বেশি।
|