বিজ্ঞানীদের নতুন গবেষণা থেকে জানা গেছে , মানুষের জিন গ্রুপের বিন্যাসের তারতম্য অনুমানের চেয়ে বেশী । বিজ্ঞানীরা এক নতুন জিন গ্রুপ বিন্যাস তৈরী করেছেন ।
ছয় বছর আগে জিন বিশেষজ্ঞরা মানুষের এক জিন গ্রুপ বিন্যাসের ছবি একেঁছেন । তারা মনে করে মানব জাতির জিনের ৯৯.৯ শতাংশের মিল আছে । কিন্তু একটি আন্তর্জাতিক বিজ্ঞানী গ্রুপের ২৩ নভেম্বর প্রকাশিত একটি রির্পোটে বলা হয়েছে , তারা গবেষণা থেকে আবিষ্কারকরেছেন যে মানব জাতির জিন গ্রুপের মিল মাত্র ৯৯.৫ শতাংশ ।
গবেষণা কর্মীরা মানুষের জিন গ্রুপে ডি এন এর বিন্যাস গবেষণা করে আবিষ্কার করেছেন যে মানুষের জিন গ্রুপের ১২ শতাংশে বিন্যাস পরিবর্তন দেখা দিয়েছে । গবেষণা কর্মীরা এই পরিবর্তন অনুসারে নতুন জিন গ্রুপ বিন্যাস তৈরী করেছেন ।
|