চীনের উপ-শিক্ষামন্ত্রী উ ছি ডি ২৩ নভেম্বর পেইচিংয়ে বলেছেন, পরবর্তী পাঁচ বছরে চীন সরকার ৪০ লাখ দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের মাধ্যমিক পেশাগত শিক্ষা গ্রহণের ব্যাপারে সাহায্যদানের জন্য ৪০০ কোটি ইউয়ান রেনমিনপি বরাদ্দ করবে।
একই দিন চীনের পেশাগত শিক্ষা পুনরুদ্ধার ফোরামে উ ছি ডি বলেছেন, পরবর্তী পাঁচ বছরে চীনে ২০০০টি শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তির পর্যালোচনা এবং প্রযুক্তি পরিসেবাসহ পেশাগত শিক্ষার ঘাঁটি প্রতিষ্ঠিত হবে এবং ২ লাখ পেশাগত শিক্ষা বিষয়ক শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে।
সাম্প্রতিক বছরগুলোতে চীনের পেশাগত শিক্ষা দ্রুতই উন্নত হয়েছে। সমাজের জন্য বিপুল পরিমান উচ্চ মানের দক্ষ ব্যক্তি ও শ্রমিককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। গত বছর আর এ বছর চীনের মাধ্যমিক পেশাগত স্কুলের স্নাতকদের কর্মসংস্থানের হার উভয় ক্ষেত্রেই ৯০ শতাংশের বেশি।
|