হামাস নেতা খালেদ মেশাল ২৩ নভেম্বর মিসরের রাজধানী কায়রোতে সে দেশের গোয়েন্দা ব্যুরোর প্রধান ওমার সোলেইমানের সঙ্গে সাক্ষাত্ করেছেন। দু'পক্ষ ফিলিস্তিন-ইসরাইলের মধ্যে যুদ্ধবন্দী বিনিময় করা এবং ফিলীস্তিন জাতীয় যৌথ সরকার গঠন বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করেছে।
জানা গেছে, মাশাল মিসরের অন্য নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে সাক্ষাত্ করেছেন, কিন্তু এ সব বৈঠকের কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।
আরো জানা গেছে, এবারের সফর ফিলিস্তিন-ইসরাইলের মধ্যে যুদ্ধবন্দী বিনিময় করার ব্যাপারে অগ্রগতি অর্জিত হবে।
|