v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-24 15:15:15    
প্রশান্ত মহা সাগরের দ্বীপ দেশ ফোরাম

cri

     প্রশান্ত মহা সাগরের দ্বীপ দেশসমূহের ফোরাম যার আগের নাম ছিল দক্ষিণ প্রশান্ত মহা সাগরীয় ফোরাম । তা হল দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা এবং বৈদেশিক নীতি প্রণয়নের এক আঞ্চলিক সংস্থা ।

    ১৯৭১ সালের ৫ থেকে ৭ আগস্ট পর্যন্ত নিউজিল্যান্ডের উদ্যোগে ফিজি , সামোয়া, টোঙ্গা,নাউরু, কুক দ্বীপপঞ্জ এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের রাজধানী ভিলিংটনে দক্ষিণ প্রশান্ত মহাসাগারের সাত পক্ষীয় বৈঠক আয়োজন করে আনুষ্ঠানিকভাবে "দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় ফোরাম" প্রতিষ্ঠা করে এবং প্রতি বছর একবার সম্মেলন আয়োজন করার সিদ্ধান্ত নেয় ।২০০০ সালের অক্টোবর মাসে "দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় ফোরাম" "প্রশান্ত মহাসাগারীয়ক দ্বীপপুঞ্জ ফোরামের"নামে পরিবর্তিত হয়েছে ।

    এ ফোরামের উদ্দেশ্য হল বিভিন্ন সদস্যদেশের মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, বিমান পরিবহন, নৌ পরিবহন, টেলিযোগাযোগ, জ্বালানী সম্পদ, পর্যটন আর শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্র এবং অভিন্ন স্বার্থ জড়িত বিষয়ে সহযোগিতা ও সমন্বয় জোরদার করা । সাম্প্রতিক বছরগুলোতে ফোরাম আঞ্চলিক নিরাপত্তা, আইন প্রণয়ন এবং দূর্নীতির বিরোধীতা করা ক্ষেত্রের নীতি সমন্বয় আর বহুপক্ষীয় সহযোগিতাকে জোরদার করেছে । তা ছাড়া, ফোরামের অধিকাংশ সদস্যদেশ এশিয় দেশগুলোর মধ্যে আদান-প্রদান ও সহযোগিতাকে আরো গুরুত্ব দেয় । অর্থনীতিতে দীর্ঘকাল ধরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাহায্য ছাড়া অন্যান্য উন্নয়নের সুযোগ না পাওয়ার অবস্থা পরিবর্তন করার জন্য তারা প্রচেষ্টা চালায় ।

    বর্তমান ফোরামে ১৬টি সদস্য রয়েছে । তারা হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, সামোয়া, টোঙ্গা, নাউরু , টুগালু, মার্শাল দ্বীপপঞ্জ, পালাউ, কুক দ্বীপপঞ্জ এবং নিউয়ে । নিউ কালেডনিয়া , পূর্ব তীমুর এবং ফ্রান্স নিয়ন্ত্রিত পোলিনেশিয়া হচ্ছে ফোরামের পর্যবেক্ষক দেশ ।

    প্রত্যেক বছরে ফোরাম একবার শীর্ষ সম্মেলন আয়োজন করে । এ পর্যন্ত মোট ৩৭বার ফোরাম অনুষ্ঠিত হয়েছে । ১৯৮৯ সাল থেকে ফোরাম চীন, যুক্তরাষ্ট্র, বৃটেন, ফ্রান্স , জাপান এবং ক্যানাডাকে আমন্ত্রণ জানায় শীর্ষ সম্মেলনের পর আয়োজিত সংলাপ অধিবেশনে অংশ নেয়ার জন্যে বর্তমান ফোরামের মোট ১৩টি সংলাপ অংশীদারী রয়েছে ।

    ১৯৯০ সাল থেকে চীন পরপর ১৭বার সরকারী প্রতিনিধি পাঠিয়ে এ ফোরামের সংলাপ অধিবেশনে অংশ নেয় এবং ফোরামের অন্যান্য সদস্যদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করে । ২০০৫ সালের অক্টোবর মাসে চীন সরকারের প্রতিনিধি, উপপররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়েশি ১৭তম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ দেশ ফোরামের সংলাপ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে "চীন-প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ দেশগুলোর মধ্যে অর্থনৈতিক উন্নয়নের সহযোগিতামূলক ফোরাম"প্রতিষ্ঠা করার প্রস্তাব দেন । যাতে চীন ও প্রশান্ত মহাসাগারের দ্বীপপুঞ্জ দেশগুলোর মধ্যে পরিবেশ সংরক্ষণ, পর্যটন, আইন প্রণয়ন, শিক্ষা, কৃষি ও মত্স্য শিল্প এবং স্বাস্থ্য ক্ষেত্রের সহযোগিতাকে জোরদার করা যায় ।

    ২০০৬ সালের এপ্রিল মাসে চীন এবং ৮টি ফোরামের সদস্যদেশের মধ্যে ফিজিতে "চীন -প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ দেশের অর্থনৈতিক উন্নয়ন ফোরামের" প্রথম মন্ত্রীপর্যায়ের অধিবেশন আয়োজন এবং সর্বশেষে অর্থনৈতিক উন্নয়নের সহযোগিতা কার্যক্রমে স্বাক্ষর করে ।