**শাংতোং প্রদেশে কৃষকদের বাসার কাছাকাছি সুপার মার্কেট স্থাপিত হয়েছে
প্রায় দু'বছরের মধ্যে শাংতোং প্রদেশের গ্রামগুলতে ৩০ হাজার ছোটখাট দোকান পুঃণপ্রতিষ্ঠা এবং আগেকার পুরানো রুপ পরিবর্তণ করা হয়েছে। কৃষকদের বাসার দরজার সামনে এসব দোকান প্রতিষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে গ্রামে বসবাসকারীদের ভোগ্য পণ্য সরবরাহ ত্বরান্বিত করা হয়েছে।
**আগামী বছরে শেনচেন শহর গ্রাম থেকে আসা সকল শ্রমিকদের জন্যে সামাজিক বীমা করবে
শেনচেন শহরের শ্রম এবং সামাজিক নিশ্চয়তা বিধান ব্যুরোর সূত্রে জানা গেছে, আগামী বছর শেনচেন শহরে গ্রাম থেকে আসা সকল শ্রমিকের জন্যে চিকিত্সা বীমা ও বার্ধক্য বীমাসহ বিভিন্ন সামাজিক বীমা করা হবে।
**চীন গ্রাম থেকে আসা শ্রমিকদেরকে প্রশিক্ষণ জোরদার করবে
বর্তমানে চীনে কয়লা-খনিসহ খুব বিপজ্জনক খাতে কর্মরত শ্রমিকের মধ্যে গ্রাম থেকে আসা শ্রমিকের সংখ্যা অর্ধেক ছাড়িয়ে গেছে। তাদের নিরাপত্তা ও নিরাপদ উত্পাদন সুনিশ্চিত করার জন্যে চীনের সংশ্লিষ্ট বিভাগ তাদেরকে নিরাপদ উত্পাদন বিষয়ক প্রশিক্ষণের মাত্রা বাড়াবে।
**প্রথম "হাতের আঙ্গুলের ছাপ ব্যাংকের" জন্ম হয়
কোন ব্যাংক কার্ড ব্যবহার না করে শুধু হাতের আঙ্গুল দিয়ে ক্লিক করে পেইচিং গ্রাম বাণিজ্যিক ব্যাংকের যথেচ্ছ সাজ-সরঞ্জামে সহজভাবে ফি দেয়াসহ বিভিন্ন ধরণের আর্থিক পরিসেবা শেষ করা যায়। সম্প্রতি অনুষ্ঠিত পেইচিং আন্তর্জাতিক অর্থ বিয়ষক দ্বিতীয় প্রদর্শনীতে পেইচিং গ্রাম বাণিজ্যিক ব্যাংক প্রথমবারের মতো " হাতের আঙ্গুলের ছাপ ব্যাংক" প্রসঙ্গে জনগণের কাছে পরিচয় দিয়েছে।
জানা গেছে, "হাতের আঙ্গুলের ছাপ ব্যাংক" ব্যবহার করা মানুষকে সুবিধা যোগান দিতে এবং ব্যাংকের শ্রম-শক্তির মূল্য সাশ্রয় করতে পারে।
|