চীন আশা করে ছ'পক্ষীয় বৈঠক শীঘ্রশুরুর ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষকে মিলিতভাবে প্রচেষ্টা চালাতে হবে
cri
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ ২৩ পেইচিংএ বলেছেন, ছ'পক্ষীয় বৈঠক যত তাড়াতাড়ি সম্ভব আয়োহন করা যায় সে জন্যে চীন আশা করে সংশ্লিষ্ট পক্ষকে নমনীয় আর বাস্তব মনোভাব পোষণ করতে হবে। চিয়াং ইউ সংবাদ সম্মেলনে বলেছেন, চীন মনে করে, কেবলমাত্র সংলাপের মাধ্যমে পরমাণু অস্ত্রমুক্ত কোরীয় উপ দ্বীপ বাস্তবায়িত হতে পারে। চীন যুক্তরাষ্ট্র সহ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে ছ'পক্ষীয় বৈঠক নিয়ে মত বিনিময় করবে। চীন আশা করে, ছ'পক্ষীয় বৈঠক পুনরায় শুরু করা এবং বৈঠকে ইতিবাচক শর্ত সৃষ্টি করার জন্যে সংশ্লিষ্ট পক্ষকে বাস্তব পদক্ষেপ নিতে হবে। মুখপাত্র আরও বলেছেন, নতুন দফা ছ'পক্ষীয় বৈঠকের তারিখ এখন পযর্ন্ত নির্ধারিত হয়নি।
|
|