আগামী পাঁচ বছরে চীনের দরিদ্র লোক সংখ্যা অব্যাহতভাবে কমবে
cri
চীনের রাষ্ট্রীয় দারিদ্র বিমোচন উন্নয়ন নেতৃত্ব গ্রুপের উপ মহা পরিচালক লিও জিয়েন ২৩ নভেম্বর পেইচিংএ বলেছেন, আগামী পাঁচ বছরে চীনের দারিদ্র বিমোচন কাজের মৌলিক লক্ষ্য হল, অব্যাহতভাবে দরিদ্র লোকের সংখ্যা কমানো, দারিদ্র বিমোচনের ফলাফল সুসংবদ্ধ করা এবং সুসংহত সমাজ গঠনকে ত্বরান্বিত করার প্রচেষ্টা চালানো। তিনি বলেছেন, আগামী পাঁচ বছর দরিদ্র এলাকায় চীনের আর্থিক বরাদ্দ আরও বাড়ানো হবে । দরিদ্র এলাকার উত্পাদন ও জীবন যাত্রার অবস্থাকে উন্নত করতে হবে। এক লাখ ৪৮ হাজার দরিদ্র গ্রামের লোকজনের অন্নবস্ত্রের সমস্যার সমাধান করতে হবে।
|
|