|
 |
(GMT+08:00)
2006-11-23 17:27:23
|
পরবর্তী পাঁচ বছরে চীনে দশ হাজার নতুন গ্রাম প্রতিষ্ঠিত হবে
cri
সম্প্রতি চীনের কৃষি মন্ত্রণালয়ের উপমন্ত্রী উয়ে চাও আন মধ্য চীনের হোনান প্রদেশের লোইয়াং শহরে বলেছেন , পরবর্তী পাঁচ বছরে চীনের পাঁচ শ'টি জেলায় এমন দশ হাজারটি নতুন গ্রাম প্রতিষ্ঠিত হবে যে গ্রামগুলোতে সম্পদের আবর্তনশীল ব্যবহার করা হয় । লো ইয়াং শহরে অনুষ্ঠিত পরিবেশের বিনির্মাণ সংক্রান্ত একটি জাতীয় অধিবেশনে তিনি এ কথা বলেছেন । তিনি আরো বলেছেন , পরবর্তীকালে চীনে নতুন গ্রাম প্রতিষ্ঠার জন্য পল্লী অঞ্চলে মিথেন গ্যাসের ব্যবহার জনপ্রিয় করা হবে , কৃষকদের জীবনযাত্রার পরিবেশ আরো উন্নত করা হবে , কৃষি জমির গুণগত মান আরো উন্নত করা হবে এবং তৃণভূমি ও মত্স সম্পদের ব্যবহার পরিপূর্ণ হবে । পরিকল্পনা অনুসারে , পরবর্তী পাঁচ বছরে কৃষি মন্ত্রণালয় সৌর শক্তি ও বায়ু শক্তিসহ পুনঃব্যবহারযোগ্য জ্বালানীসম্পদ ব্যবহারের প্রচেষ্টা চালাবে ।
|
|
|