জাতিসংঘের মহাসচিব কোফি আনান ২২ নভেম্বর এক বিবৃতিতে নেপাল সরকার ও সরকার বিরোধী সশস্ত্র গ্রুপের সঙ্গে শান্তিপূর্ণ চুক্তি স্বাক্ষর করাকে স্বাগত জানিয়েছেন । তিনি জাতিসংঘের মাধ্যমে যথাক্রমে নেপাল সরকারকে সাহায্য দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে যে, নেপালের সাতটি পার্টির লীগ সরকার ও সরকার বিরোধী সশস্ত্রগ্রুপ ২১ নভেম্বর একসাথে একটি শান্তিপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। সশস্ত্র সংঘর্ষ শেষ হওয়ার নেপালে স্থায়ী শান্তি ও গণত ন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে নেপালী জনগণ আশা করেছে।
আনান বলেছেন, শান্তিপূর্ণ চুক্তি জাতিসংঘকে শান্তিপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য দেয়ার সুযোগ সৃষ্টি করেছে। জাতিসংঘের প্রতি এ চুক্তি হচ্ছে আস্থা ও দায়িত্বের প্রতিক। তিনি আরো বলেছেন, নেপালে তার ব্যাক্তিগত প্রতিনিধি ইয়ান মার্টিন নেপালের বিভিন্ন পক্ষের সঙ্গে এখন ঘনিষ্ঠভাবে যোগাযোগ করেছে। যাতে জাতিসংঘের সাহায্য নেপালে পাঠানো যায় ।
|