v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-23 15:37:33    
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জোং ইল

cri

    কিম জোং ইল ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারী চীন-উত্তর কোরিয়া সীমান্ত অঞ্চলে জন্মগ্রহণ করেন। ১৯৫০ থেকে ১৯৬০ সাল পর্যন্ত তিনি পিয়ংইয়ংয়ের লাল পতাকা মানসুদায়ে বিপ্লব একাডেমি ও পিয়ংইয়ংয়ের একটি হাই স্কুলে খেলাপড়া করেন। ১৯৬৪ সালে তিনি কিম ইল-সাং বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিভাগে স্নাতক ডিগ্রী লাভ করেন।

    ১৯৬৪ সালের জুন থেকে ১৯৪৭ সালের ফেব্রুয়ারী পর্যন্ত, কিম জোং ইল যথাক্রমে উত্তর কোরিয়ার শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির একটি বিভাগের পরিচালক, উপমন্ত্রী, মন্ত্রী, সম্পাদক ও রাজনৈতিক কমিটির কমিশনারের দায়িত্ব পালন করেন। ১৯৮০ সালের অক্টোবর থেকে তিনি যথাক্রমে উত্তর কোরিয়ার শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্ট্যাডিং কিমিটির সদস্য, সম্পাদক ও কেন্দ্রীয় সামরিক কমিটির সদস্য ছিলেন। ১৯৮২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি উত্তর কোরিয়ার সর্বোচ্চ গণ সম্মেলনের প্রতিনিধি ছিলেন। ১৯৯০ সালের ডিসেম্বর থেকে ১৯৯৩ সালের এপ্রিল পর্যন্ত তিনি যথাক্রমে উত্তর কোরিয়ার গণ বাহিনীর সেনাপতি, প্রতিরক্ষা কমিটির প্রথম ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালের জুলাই মাসে কিম ইল-সাং মারা যাওয়ার পর কিম জোং ইল ১৯৯৭ সালের অক্টোবর মাসে উত্তর কোরিয়ার শ্রমিক পার্টির সম্পাদক পদে নিযুক্ত হন। ১৯৯৮ সালের সেপ্টেম্বর থেকে ২০০৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি প্রতিরক্ষ। কমিটির চেয়ারম্যান ছিলেন।

    তিনি ১৯৭৫ ও ১৯৮২ সালে দু'বার তিনি 'প্রজাতন্ত্রের বীরের' মর্যাদা লাভ করেন। ১৯৯২ সালের এপ্রিল তিনি উত্তর কোরিয়ার গণ প্রজাতন্ত্রের মার্শালের মর্যাদা অর্জন করেন। তিনি তিন বার কিম ইল সাং পদক ও কিম ইল সাং পুরস্কারসহ বহু পুরস্কার অর্জন করেন।

    ১৯৮৩ সালে তিনি চীন সফর করেন। ২০০০ সালের মে ও ২০০১ সালের জানুয়ারী মাসে তিনি অনানুষ্ঠানিক চীন সফর করেন। ২০০৪ সালের এপ্রিল মাসে এবং ২০০৬ সালের জানুয়ারী মাসে তিনি আবার চীন সফর করেন।

(কিম জোং ইল হু চিনথাও'র সঙ্গে বৈঠক)