গ্লোরিয়া মাকাপাগাল আরোইও ১৯৪৭ সালের ৫ এপ্রিল ফিলিপিনসের পাঙ্গাসিনান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি ফিলিপিনসের সাবেক প্রেসিডেন্টের মেয়ে। তিনি ১৯৬৮ সালে ওয়াশিংটনের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। স্বদেশে ফিরে আসার পর, তিনি পর পর মানিলা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার ডিগ্রী ও ফিলিপিনস বিশ্ববিদ্যালয় থেকে তাই বিষয়ে মাস্টার ডিগ্রী লাভ করেন। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষতায় পেস দেন।
১৯৮৬ সালের ফেব্রুয়ারী থেকে তিনি মন্ত্রীসভায় যথাক্রমে সহাকারী বাণিজ্য ও শিল্প উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯২ ও ১৯৯৫ সালে তিনি দু'বার সিনেট সদস্য নির্বাচিত হন। ১৯৯৮ সালের মে মাসে তিনি ভাইস প্রেসিডেন্ট ও সমাজ কল্যান ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী পদে নিযুক্ত হন। ২০০১ সালের জানুযারী মাসে তিনি ফিলিপিনসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০৪ সালের মে মাসে তিনি নির্বাচনে আবার প্রেসিডেন্ট পদে নিযু ক্ত হন। ৩০ জুন মাসে তিনি শপথ গ্রহণ করেন।
আরোইও'র স্বামী একজন আইনজ্ঞ ও ব্যবসায়ী। তাঁদের তিন ছেলে মেয়ে আছে।
আরোইও ২০০০সালে চীন সফর করেন। ২০০১ সালের অক্টোবর সালে সাংহাইয়ে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থার অনানুষ্ঠানিক সম্মেলনে অংশ নেন এবং চীন সফর করেন। ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে এবং ২০০৬ সালের নভেম্বর মাসে তিনি চীন সফর করেন।

(আরোইও চীনের প্রেসিডেন্ট হু চিনথাও'র সঙ্গে)
|