v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-23 13:38:27    
শিল্প ও শিল্পপতি

cri
  শ্যানসি সানইয়োং গোষ্ঠী কোম্পানি সি'আন শহরের একটি বেসরকারী হাইটেক শিল্পপ্রতিষ্ঠান। এটি হচ্ছে শ্যানসি প্রদেশের ১০০টি শক্তিশালী শিল্পপ্রতিষ্ঠানের অন্যতম । ১৯৯০ সালে এ কোম্পানি প্রতিষ্ঠিত হয় । ব্যবসা করার সময় কোম্পানিটি উন্নত প্রশাসনিক পদ্ধতি এবং আধুনিক শিল্পপ্রতিষ্ঠানের অনুশাসন মেনে চলে । ১৬ বছরের উন্নয়নের মাধ্যমে এ কোম্পানির শিল্প ওয়েবসাইট তথ্য,ইলেকট্রনিক বিজ্ঞান ও প্রযুক্তি , তেলজাত পণ্যদ্রব্য এবং গৃহায়ণ ব্যবসা রয়েছে । সি'আন তাইউ ইলেকট্রনিক বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানি, শ্যানসি তেলোং অর্থনৈতিক প্রযুক্তি উন্নয়ন কোম্পানি, শ্যানসি অন-লাইন তথ্য পরিসেবা কোম্পানি , সি'আন তাইউ ইলেকট্রনিক ও ডিজিট্যাল প্রযুক্তি গবেষণা কেন্দ্র এবং চীন-মেক্সিকো যৌথ পুঁজি বিনিয়োজিত সিগারেট কারখানাসহ বিভিন্ন কোম্পানিতে তার শেয়ার রয়েছে । কোম্পানিটিতে বিভিন্ন ক্ষেত্রে প্রায় ৫০০ জন প্রযুক্তি কর্মী রয়েছে । পুঁজির মোট পরিমাণ ১০ কোটি ইউয়ানেরও বেশি । প্রত্যেক বছরে এর উত্পাদন মূল্য ১২ কোটি ইউয়ান । কোম্পানিটি নিজেকে উন্নত করার পাশা পাশি , বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা, সমাজ সেবা , কর্মসংস্থান ত্বরান্বিত করা এবং কর্মীদের প্রশিক্ষণ প্রদানসহ সুন্দর ও সুষম সমাজ গঠন ও সমাজের উন্নয়নের ক্ষেত্রে অনেক অবদান রেখেছে ।

  ২০০২ সালের শুরুতে সানইয়োং গোষ্ঠীর নেতৃত্বাধীন শ্যানসি তেলোং অর্থনৈতিক প্রযুক্তি উন্নয়ন কোম্পানি প্রতিষ্ঠিত হয় । এ কোম্পানির প্রতিষ্ঠায় প্রতীয়মান হয় যে, সানইয়োং গোষ্ঠী তেলজাত পণ্যদ্রব্যের বাণিজ্যে প্রবেশ করেছে । কোম্পানিটি তেল পরিবহন আর গৃহায়ণ ব্যবসা করার পাশাপাশি তৈল রাসায়নিক পণ্যদ্রব্যের বাণিজ্যও করে । তেলোং কোম্পানি উত্তর শ্যানসি আর সিনচিয়াং স্বাশত্তশাসিত অঞ্চলে তৈল ও রাসায়নিক পণ্যদ্রব্যের বাণিজ্য চালানোর ভিত্তিতে সারাদেশে নতুন বাজার সৃষ্টি ও উন্নত করার চেষ্টা করে । তা ছাড়া কোম্পানি সক্রিয়ভাবে আন্তর্জাতিক বাণিজ্য বাজারও সম্প্রসারণ করে, চলেছে এবং রাশিয়ার তেল সরবরাহকারী ব্যবসায়ীদের সঙ্গে মাঝারি ও স্বল্প পরিমাণের তেল বাণিজ্য করছে । এর মাধ্যমে সানইয়োং গোষ্ঠীর উন্নয়নের জন্য বিরাট পরিমাণের পুঁজি সংগ্রহ করা হয় ।

  ২০০৩ সালের মে মাসে ইলেকট্রনিক বক্রাক্ষর শিল্পের চমত্কার প্রযুক্তি ও কর্মীর অধিকারী হওয়ার জন্য এ গোষ্ঠী সি'আন তাইউ ইলেকট্রনিক বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানি প্রতিষ্ঠা করে এবং ঐতিহ্যিক ইলেকট্রনিক পণ্যদ্রব্যের উত্পাদন শিল্পে প্রবেশ করে । দু'বছরের মধ্যে কোম্পানির বার্ষিক ইলেকট্রনিক বক্রাক্ষর উত্পাদন পরিমাণ ৫০লাখে দাঁড়িয়েছে এবং ভারত, লিথুয়েনিয়া ও দক্ষিণ কোরিয়ায় তা পাইকারীভাবে রপ্তানী করা হয় ।

  ২০০৪ সালে সানইয়োং গোষ্ঠী পুঁজি বিনিয়োগ করে শ্যানসি মাঝারি ও ছোট ওয়েবসাইট তথ্য পরিসেবা কোম্পানি প্রতিষ্ঠা করে , যাতে গোষ্ঠীর ব্যবসা তথ্য পরিসেবা ক্ষেত্রেও প্রবেশ করে । মাঝারি ও ছোট ওয়েবসাইট কোম্পানির কর্মীরা অভিজ্ঞ প্রশাসন বিষয়ক বিশেষজ্ঞ, আই.টি আর বাণিজ্য শিল্পের বিশেষজ্ঞ নিয়ে গঠিত । এ কোম্পানির প্রধান কাজ হলো চীনের মাঝারি ও ছোট শিল্পপ্রতিষ্ঠানের কৌশলগত সমস্যার সমাধানে সাহায্য করা এবং শিল্পপ্রতিষ্ঠানের তথ্যায়ন, আন্তর্জাতিক বাণিজ্য, প্রশাসন পরামর্শ ও প্রশিক্ষণসহ বিভিন্ন পেশাগত তথ্য পরিসেবা দেয়া ।

  বিভিন্ন সংস্কারের মাধ্যমে সানইয়োং গোষ্ঠী সাফল্যজনকভাবে নিজের বিরাট উন্নয়ন বাস্তবায়ন করে এবং ইলেকট্রনিক বিজ্ঞান ও প্রযুক্তি, ওয়াইবসাইট তথ্য পরিসেবা, তেল ও রাসায়নিক পণ্যদ্রব্যের বাণিজ্যসহ তিনটি ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে প্রতিযোগিতায় প্রথম সারিতে উঠে এসেছে এবং সানইয়োং গোষ্ঠীর বৈশিষ্ট্যসম্পন্ন শিল্পপ্রতিষ্ঠানের সংস্কৃতি সৃষ্টি করা হয়েছে ।