বাংলাদেশের প্রেসিডেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী ইয়াজুদ্দিন আহমেদ ২২ নভেম্বর এক টেলিভিশন ভাষণে আশা প্রকাশ করেছেন, পরবর্তী সাধারণ নির্বাচন দেশব্যাপী জনগণ ও বিভিন্ন রাজনৈতিক পার্টির সাহায্যে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে ।
আহমেদ বলেছেন, কিছু কিছু রাজনৈতিক পার্টি নির্বাচন কমিটির চেয়ারম্যান আজিজের নিরপেক্ষতার ওপর সন্দেহ করেছে। অনেক রাজনৈতিক পার্টি আজিজকে ক্ষমতাচ্যুত হওয়ার দাবি জানিয়েছে, কিন্তু তিনি ক্ষমতাচ্যুত হতে চান না বলে বর্তমানের রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বিভিন্ন পক্ষের গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন আয়োজনের জন্যে আহমেদ নির্বাচন কমিটিতে আরো দু'জন সদস্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গেছে, গতবছরের মে মাসে আজিজ নির্বাচন কমিটির চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর, সুপ্রিম কোর্টির বিরোধীতা অগ্রাহ্য করে প্রার্থীদের নাম তালিকা আবার প্রস্তুতি নিয়েছেন। বৃহত্তম বিরোধিতা পার্টি আওয়ামী লীগ এর তীব্র প্রতিবাদ করেছে এবং তাঁকে ক্ষমতাচ্যুত হওয়ার দাবি জানিয়েছে। নাহলে পরবর্তী সাধারণ নির্বাচনে অংশ নেবে না।
|