ভারত সফররত চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ২২ নভেম্বর সকালে নয়া দিল্লির বিজ্ঞান ভবনে ' হাতে হাত মিলিয়ে সহযোগিতা সম্প্রসারণ করে মিলিতভাবে সুন্দর ভবিষ্যত সৃষ্টি করুক ' রিরোনামে একটি বক্তৃতা দিয়েছেন। হু চিন থাও বলেছেন, চীন আর ভারতের মেত্রী দু' পক্ষের জন্য কল্যাণকর। এমনকি এশিয়া তথা বিশ্বের উপকৃত হয়। চীন-ভারত সম্পর্ক শুধু দ্বিপক্ষীয় নয় তা বিশ্বব্যাপী তাত্পর্যসম্পন্ন। চীন-ভারত সম্পর্ক উন্নয়ন করা হলে কেবল দ্বিপাক্ষীক সহযোগিতার দিকে তা নয় বিশ্বের আর ভবিষ্যের দিকে তাকাতে হবে।
দু'দেশের কৌশলগত সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে হু চিন থাই পাঁচটি প্রস্তাব উত্থাপন করেছেন। পারষ্পরিক রাজনৈতিক আস্থা জোরদার করা, দু'দেশের সম্পর্কের ভিত্তি সুসংবদ্ধ করা, আর্থ-বাণিজ্যিক সহযোগিতা গভীরতর করা, দু'দেশের সম্পর্কের নিহিত মমতা সম্পূর্ণ করা, মানবিক আদান-প্রদান সম্প্রসায়ন করে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সামাজিক ভিত্তি মজবুজ করা, সংলাপ ও পরার্মশ জোরদার করে সীমান্ত সমস্যার আশু সমাধান করা, বহুমুখী সহযোগিতা উন্নয়ন করে মিলিতভাবে উন্নয়নশীল দেশগুলোর ন্যায়সঙ্গত অধিকার ও স্বার্থ রক্ষা করা। বিস্তারিত খবর আজকের প্রতিবেদনে শুনতে
|