রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী জারমান গ্রেফ ২১ নভেম্বর মস্কোয় বলেছেন , রাশিয়া আগামী বছর বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশ হতে পারে ।
তিনি আরো বলেছেন , বিশ্ব বাণিজ্য সংস্থায় রাশিয়ার অন্তর্ভুক্তির বিষয়টি শেষ পর্যায় রয়েছে । রাশিয়া সাত থেকে আট মাসের মধ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যদেশগুলোর সঙ্গে বৈঠক শেষ করার চেষ্টা করছে । তিনি বলেছেন , রাশিয়ার পক্ষে এক্ষুনি বিশ্ব বাণিজ্য সংস্থায় অংশ নেয়ার চেয়ে নিজের অনুকুল শর্তে এই সংস্থায় অংশ নেয়াই বেশি গুরুত্বপূর্ণ । কাজেই বিশ্ব বাণিজ্য সংস্থায় রাশিয়ার অন্তর্ভুক্তি অনুমানের চেয়েও দেরী হতে পারে ।
পৃথিবীতে যে অল্প কয়েকটি বৃহত দেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয় নি , রাশিয়া তাদের মধ্যে একটি । বিশ্ব বাণিজ্য সংস্থায় রাশিয়ার অন্তর্ভুক্তি সংক্রান্ত আলোচনা দশ-বারো বছর স্থায়ীহয়েছে ।
|