চীন সফররত বিশ্ব চার্চ পরিষদের মহাসচিব স্যামুয়েল কোবিয়া ২১ নভেম্বর পেইচিংয়ে একটি সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি চীন সফরকালে খুবই স্বাধীনতা বোধ করেন, কোনো বাধার সম্মুখীন হননি।
সম্মেলনে কোবিয়া বলেছেন, তার সফরকাল চীনা খ্রীষ্টানদের মধ্যে স্বাধীন সংলাপ স্থায়ী ছিল। তিনি মনে করেন চীনে ধর্মীয় স্বাধীনাতার কোনো সমস্যা দেখেননি। কোবিয়া বলেছেন, চীনের সুষম সমাজ গঠনের কাজে তিনি বিশেষ দৃষ্টি রাখেন। চীনের চার্চগুলো এতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি মনে করেন তা দরিদ্র্য বিমোচন ও উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি যুগিয়ে দিতে পারে।
চীনের চার্চ পরিষদের মহাসচিব ছাও শেং চিয়ে জানিয়েছেন, চীনে এখন ১.৬ কোটি ক্রিস্টিন আছে।
|