এ বছরের প্রথম দশ মাসে চীনের মূল ভূভাগের বৃহত্তম বন্দর--সাংহাই বন্দরে দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের মালামাল সবচেয়ে বেশি শুল্ক সুবিধা পেয়েছে ।
এ বছরের জানুয়ারী থেকে অক্টোবর পর্যন্ত দশ মাসে সাংহাই বন্দর মোট ৮৭.৮ কোটি মার্কিন ডলার মূল্যের আমদানি পণ্যের উপর শুল্ক সুবিধা দিয়েছে । এগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড যথাক্রমে ২৬ শতাংশ ও ২০ শতাংশ শুল্ক সুবিধা পেয়েছে । জানা গেছে , চীনের আমদানি পণ্যের মধ্যে দক্ষিণ কোরিয়ার পলিথিন ও পাট এবং থাইল্যান্ডের রাবার ও কলার পরিমান বেশি ।
|