সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান পরিবেশন করছি আমি আপনাদের বন্ধু লিলি। এই সুন্দর রবিবারে আমারা আবার মিলিত হয়েছি। আজ হচ্ছে চীনের শিক্ষক দিবস। চীনে একটি প্রবাদ আছে, তা হলো শিক্ষক হচ্ছে বিশ্বের সবচেয়ে গৌরবময় ব্যক্তিত্ব। শিক্ষককে মালীর উপমা দেয়া হয়। আর ছাত্রছাত্রীরা হচ্ছে দেশের একগুচ্ছ ফুলগুল। মালীর কঠোর লালন-পালনে দেশের ফুলগুলো দিন দিন সুন্দর হচ্ছে। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি সকল শিক্ষকদেরকে ধন্যবাদ জানাতে চাই। আচ্ছা, এখন শুরু করছি আজকের চাওয়া পাওয়া।
বাংলাদেশের রাজশাহী জেলার ওয়েভ হান্টার্স এ্যাসোসিয়েশন'র মো: আব্দুল হামিদ আমাদের অনুষ্ঠানে কাদেরী কিবরিয়ার কন্ঠে একটি গান শুনতে চেয়েছেন। গানের কথা হলো: ওলি বার বার ফিরে আসে, ওলি বার বার ফিরে যায়। দুঃখিত, ভাই, আমাদের কাছে গানটি নেই। তাই আরেকটি গান শোনাবো। কেমন? গানের নাম "তুমি কি কেবলি ছবি"।
বাংলাদেশের যশোর জেলার জয়দেব কুমার বিশ্বাস আমাদের অনুষ্ঠানে শিল্পী এস.ডি. রুবেলের কন্ঠে লাল বেনারশী শাড়ীতে তুমি এই গানটি শুনতে চেয়েছেন। কিন্তু আবারও দুঃখিত বলতে হচ্ছে। আমাদের কাছে গানটি নেই। তাই এস. ডি. রুবেলের আরেকটি গান প্রচার করবো। গানের নাম "আজকের দিনটা"।
বাংলাদেশের চুয়াড়াঙ্গা জেলার ড্রীম ওয়েভ অডিয়েন্স ক্লাবের জাহাঙ্গীর কবীর, রেজওয়ানুল কবীর, রফিকুল ইসলাম, ওবাইদুল ইসলাম, আনারুল ইসলাম, শরিফুল ইসলাম আমাদের চাওয়া পাওয়াতে হাসানের কন্ঠে "যাই চলো একালাহল ছেড়ে"নামে গানটি শুনতে চেয়েছেন। আমি গানটি খুঁজে পাইনি। তাই হাসানের আরেকটি গান শোনাবো। আশা করি, আপনারা পছন্দ করবেন। গানের নাম হচ্ছে দীর্ঘ ধূসর অবকাশ।
বাংলাদেশের হবিগঞ্জ জেলার ইয়াং ব্রাদার্স রেডিও লিসানার্স ক্লাবের মহিলা সম্পাদিকা বন্যা অধিকারী আমাদের অনুষ্ঠানে এন্ড্রু কিশোর এবং কনকচাঁপা এই দু'জনের একসঙ্গে গাওয়া এই গানটি শুনতে চেয়েছেন। কিছু কিছু মানুষের জীবনে ভালবাসা চাওয়াটাই ভুল। কিন্তু আমার হাতে গানটি নেই। আগের অনুষ্ঠানে আমি বার বার এন্ড্রু কিশোরের কন্ঠে গান শুনিয়েছি। তাই আজকে নাহয় "আমি তুমিই ভালো" কনকচাঁপার কন্ঠের এই গানটিই আমি আপনাকে শোনাই।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হলো। আগামী সপ্তাহের একই সময় আবার কথা হবে। সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন।
|