v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-22 14:33:55    
ভিন দেশির চোখে

cri
    ২৫ বছর আগে স্টিফেন কিসেল ব্রিটিশ বিবিসি'র ইতিহাসে দ্বিতীয় চীনস্থ সংবাদদাতা হন । কার্যমেয়াদ শেষ হওয়ার পর তিনি ব্রিটেনে ফিরে গিয়েছেন , পরে আর চীনে আসেন নি । তবে সম্প্রতি সুযোগ পেয়ে তিনি চিরবার চীনে এসেছেন । চীনে এসে তাঁর মনে অনেক অনুভুতি হয়েছে ।

    তিনি চীনের সুবিখ্যাত পর্যটন শহর , ইয়ুন নান প্রদেশের লি চিয়াংয়ে গিয়েছেন । সেখানে তিনি দেখেছেন , দুপুরের পর কয়েক জন বয়স্ক নারী সংখ্যালঘু জাতি নাসি জাতির বৈশিষ্টময় কাপড় পড়ে নাচছেন । নীল আকাশে ও তুষার আচ্ছাদিত পাহাড়ে তাদের নীল ও সাদা রঙয়ের পোষাক দেখতে খুবই সুন্দর । তারা এক সারিতে সুন্দরভাবে নাচছেন , তাদের নাচ পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে । উত্সাহী পর্যটকরা তাদের সারিতে যোগ দিয়েছেন । অন্য পর্যটকরা ক্যামেরা নিয়ে অনেক ছপি তুলছেন ।

    তবে ২৫ বছর আগে তিনি প্রথমবার লিচিয়াং শহরে যাওয়ার সময় তিনি একদম আলাদা দৃশ্য দেখেছিলেন । তখন লিচিয়াং পর্যটন শহর হয় নি । খুব শান্ত । তুষার আচ্ছাদিত পাহাড় , নীল আকাশ , নদনদী , বৈশিষ্টময় বাড়িঘর , হাজার হাজার লাল লন্ঠন এ ছোট শহরকে সুন্দরভাবে সাজিয়েছে ।

    কিসেল বলেছেন , আগের লিচিয়াং ছিল খুব শান্ত । ক্রমেই গড়ে ওঠা কিছু রেস্তোঁরা , হোটেল ও দোকান এ শান্তি ভেঙে দিয়েছে । ২৫ বছর পর তিনি আবার লিচিয়াং গিয়ে দেখেছেন , আগেকার পুরোনো বাড়িঘর এখন রেস্তোঁরা , উপহার দোকান অথবা হোটেলে পরিণত হয়েছে । এখন লিচিয়াংয়ে বিমানবন্দরও আছে । প্রত্যেক বছর বহু পর্যটক লিচিয়াং ভ্রমণে যান । রাস্তায় দেখা যায় বিভিন্ন দেশের পর্যটক , সঙ্গে ক্যামেরা , ভিডিও ক্যামেরা ইত্যাদি । লি চিয়াংয়ে পর্যটকদের সংখ্যা বিশ্বের বড় বড় পর্যটন স্থানের চেয়েও কম নয় । এ সব পর্যটকের মধ্যে অধিকাংশ চীনের মধ্যবিত্ত শ্রেণীর লোক ।

    কিসেল আমাদের সংবাদদাতাকে বলেন , ২৫ বছর আগে চীনে আসার সময় তখন চীনে শুধু একজন বি বি সি সংবাদদাতা ছিলেন । তখন যদিও লিচিয়াংয়ের দৃশ্য খুব আকর্ষণীয় ছিল , তবুও সাড়া চীন আজকের মত প্রাণচঞ্চল ছিল না । রাস্তায় বিদেশীদের দেখে সকলের বিস্ময় লাগত । তখন চীনের সাংস্কৃতিক বিপ্লব শেষ হলেও বিভিন্ন ধরনের পোস্টার দেখা যেত । তখন তার অনেক চীনা বন্ধুও বাইরে গিয়ে ভ্রমণ করতে চাইত । তবে তাদের নিজের কাছে বেশি টাকা ছিল না । তখন কিসেলের কার্যমেয়াদ ছিল তিন বছর । তিন বছর পর তিনি চীন থেকে চলে যাওয়ার সময় তিনি ভাবতে পারেন নি যে ২৫ বছর পর চীনে এত বড় পরিবর্তন হবে । তখন চীনারা কাজের জন্যে বা দেশের বাড়ি যাওয়ার জন্যে অন্য জায়গায় যাওয়া ছাড়া , অন্য কোথাও যেত না ।

    তবে এখন এ পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে । এখন টাকা থাকলে চীনারা শুধু চীনের বিভিন্ন স্থানে গিয়ে ভ্রমণ করতে পারে তা নয় , বিদেশেও ভ্রমণে যাওয়া যায় । আগে হয়ত পশ্চিমা দেশের লোকদের মনে হত চীনের হংকং সবচেয়ে উন্নত । তবে এখন কিসেলের চোখে ইয়ুন নান প্রদেশের রাজধানী খুন মিং শহরও হংকংয়ের চেয়ে মন্দ নয় । সাম্প্রতিক বছরগুলোতে কিসেল পেইচিং , সাংহাইসহ চীনের বড় বড় শহরে গিয়েছেন । এ ছাড়া , তিনি চীনের লাসা , কাসি , সিআন , কুয়াংচৌ , ছেং তু , ছুং ছিং ইত্যাদি শহরেও গিয়েছেন । কিসেল প্রায় সাড়া চীনে ভ্রমণ করেছেন । যদিও চীনে কিছু কিছু গ্রাম গরীব , তবুও স্বীকার করতে হয় , চীনের শহরের বিরাট পরিবর্তন ঘটেছে । কিসেল বলেছেন , তিনি বলতে পারেন না যে , বিশ্বে চীন ছাড়া , আর অন্য কোন দেশের শহরে ২০ বছরের মধ্যে এত বেশি পরিবর্তন হয়েছে ।

    ২৫ বছরের আগে কিসেল চীনে দেখেছিলেন চীনাদের কাছে তিনটি জিনিস ছিল খুব মূল্যবান , তা হল সেলাই মেশিন , ঘড়ি এবং সাইকেল । গত ২৫ বছরে চীনাদের মনে সবচেয়ে মূল্যবান তিনটি জিনিসের ধারণাও পরিবর্তিত হয়েছে । এখন চীনে অনেক তরুণ তরুণী ভালো চাকরি করে এবং ভালো বেতন পায় । তারা বাড়ি ও গাড়ি কিনেছে । তা ছাড়া , তারা সবচেয়ে নতুন ধরনের নোটবুক কম্পিউটার , ডিজিটেল ক্যামেরা ও দামী হীরক ইত্যাদি জিনিস কিনে । চীনের উন্নয়নের সঙ্গে সঙ্গে লোকজনের জীবনযাত্রার মানও অনেক উন্নত হয়েছে । তাই তাদের এসব জিনিস কেনার সামর্থও আছে । এখন তাদের জীবন ২৫ বছর আগের লোকজনের জীবনের চেয়ে অনেক ভালো এবং আরামদায়ক হয়েছে । কিসেল বিশ্বাস করে , ভবিষ্যতে চীনের পরিবর্তন আরো বিরাট হবে ।