চীন-ভারতের মৈত্রী বর্ষ উদযাপনী অনুষ্ঠান ২১ নভেম্বর ভারতের রাজধানি নয়াদিল্লীতে আয়োজন করা হয়। ভারত সফররত চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ভারতের প্রেসিডেন্ট আবদুল কালামের সঙ্গে এ অনুষ্ঠান যোগ দেন ।
হু চিনথাও এখানে এক ভাষণে বলেছেন, চীন ও ভারত সিদ্ধান্ত নিয়েছে যে , ২০০৬ সাল হলো চীন-ভারত মৈত্রী বর্ষ। এই বর্ষে দু'দেশের সরকার ও জনগণের মৈত্রী জোরদার করা এবং সহযোগিতা সম্প্রসারণ করার ইচ্ছা রূপায়িত হয়েছে। চীন ও ভারত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি গুরুত্বপূর্ণ সংকেত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তা হলো চীন-ভারত দীর্ঘদিনের বন্ধু দেশ। দু'টি হাতে হাত মিলিয়ে সহযোগিতা ও যৌথ উন্নয়ন করতে চায় ।
কালাম বলেছেন, ভারত ও চীনের বর্তমান সম্পর্ক সবাই দেখছেন। চীন-ভারতের মৈত্রী বার্ষিক উদযাপনী অনুষ্ঠান থেকে বুঝা যায় যে দু'পক্ষঅনেক অগ্রগতি অর্জন করেছে। দু'দেশের বন্ধুত্বপূর্ণ আদানপ্রদান একটি নতুন পর্যায়ে উন্নীত হয়েছে।
এ পর্যন্ত , দু'পক্ষ রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে মোট ৫০টিরও বেশী তত্পরতা চালিয়েছে।
|