 নেপালের সাত দলীয় জোট সরকার এবং সরকার বিরোধী সশস্ত্র দল ২১ নভেম্বর সন্ধ্যায় রাজধানী কাঠমুন্ডুতে শান্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে। ফলে ১১ বছরের গৃহযুদ্ধ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা সাত দলীয় জোট সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করার পর বলেছেন, এই চুক্তি নেপালে শান্তি আনবে। নেপাল শান্তি ও উন্নয়নের নতুন যুগে প্রবেশ করেছে। নেপালের সরকার বিরোধী সশস্ত্র দলের নেতা প্রাচানডা বলেছেন, চুক্তি স্বাক্ষরের পর নেপালের জনগণ বিশ্ববাসীর কাছে শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের সাফল্য প্রদর্শন করবে।
১৯৯৬ সালের ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া নেপালের গৃহযুদ্ধ ১৩ হাজার লোক নিহত হয়েছেন।
|