|
 |
(GMT+08:00)
2006-11-21 20:14:46
|
 |
হু চিন থাও মনমোহন সিংয়ের মধ্যে বৈঠক
cri
 ভারত সফররত চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ২১ নভেম্বর নয়া দিল্লিতে ভারতের প্রধান মন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন । বৈঠকের সময় দু্ই নেতার মধ্যে চীন-ভারত সম্পর্ক , দু'দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্টআন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়াদি নিয়ে মত বিনিময় হয়েছে। বৈঠকের আগে, ভারতের প্রেসিডেন্ট এ , পি, জে আবদুল কালাম হু চিন থাওয়ের সম্মানে একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করছেন। অনুষ্ঠানের পর হু চিন থাও মহাম্মগান্ধির সমাধিতে গিয়ে পুষ্পস্তব অপর্ণকরেছেন। ভারতের প্রেসিডেন্টের আমন্ত্রণে হু চিন থাও ২০ নভেম্বর নয়া দিল্লিতে পৌঁছেছেন। বিমান বন্দরে প্রেসিডেন্ট হু চিন থাও একটি লিখিত ভাষণে বলেছেন, চীন আর ভারতের মধ্যে প্রতিবেশীমূলক সৌহার্দ্যপূণ সহযোগিতা উন্নয়ন করা কেবল দু'দেশের জনগণ নয় এশিয়া তথা বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্যও তা হিতকর। মৈত্রী গভীরতর করা, পারষ্পরিক আস্থা বাড়ানো, সহযোগিতা সম্প্রসারণ করা এবং ভবিষ্যতের লক্ষ্য প্রণয়ন করা তাঁর এবারকার ভারত সফরের উদ্দেশ্য। এর আগে প্রেসিডেন্ট হু চিন থাও ভিয়েতনাম ও লাওসে রাষ্ট্রীয় সফর করেছেন। ভারত সফরের পর তিনি পাকিস্তান সফর করবেন।
|
|
|