চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও পেইচিংএ বলেছেন, বুলগেরিয়া থেকে আমদানির পরিমাণ বাড়ানোর জন্যে চীন সরকার ইতিবাচক ব্যবস্থা নিয়েছে। কিন্তু তিনি আশা করেন , বুলগেরিয়াকেও সক্রিয়ভাবে চীনের বাজার সেখানে চালু করতে হবে।
বুলগেরিয়ার প্রধান মন্ত্রী সেরগেই স্টানিসেফের সঙ্গে সাক্ষাতের সময় ওয়েন চিয়া পাও বলেছেন, চীন বুলগেরিয়ার সঙ্গে রাজনৈতিক সংলাপ জোরদার , আর্থ-বাণিজ্যিক সহযোগিতা গভীরতর এবং সহযোগিতার মান বাড়াতে ইচ্ছুক। বুলগেরিয়া শীঘ্রই ইইউর নতুন সদস্য হবে বলে প্রধান মন্ত্রী অভিনন্দন জানিয়েছেন। বুলগেরিয়া চীন-ইউরোপ সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ইতিবাচক শক্তিতে পরিণত হবে বলে ওয়েন চিয়া পাও আশা প্রকাশ করেছেন।
বুলগেরিয়ার প্রধান মন্ত্রী বলেছেন, ইইউর সদস্য হওয়ার পর বুলগেরিয়া ইউরোপ-চীন সার্বিক কৌশলগত অংশীদারী সম্র্পক উন্নয়নের জন্যে অবদান রাখবে। ইউরোপীয় বাজারে চীনের শিল্প-প্রতিষ্ঠানের জন্যে বুলগেরিয়া সেতুর ভূমিকা পালন করতে ইচ্ছুক। তিনি পুনরায় ঘোষণা করেছেন, বুলগেরিয়া এক চীন নীতি অনুসরণ করবে এবং চীনের শান্তি একায়নকে সমর্থন করবে।
|