চীন সফররত বিশ্ব চার্চ পরিষদ--ডাব্লিউ সি সির মহাসচিব স্যামুয়েল কোবিয়া ২১ নভেম্বর পেইচিংয়ে বলেছেন , আমরা নিজের চোখে দেখেছি চীনা জনগণের ধর্মীয় বিশ্বাসের অধিকার রয়েছে । চীনের খৃষ্টধর্ম বিভাগের কর্মীরা চীনে সুষম সমাজ গঠনের প্রচেষ্টা চালাচ্ছে ।
চীনের জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ পরিষদের চেয়ারম্যান চিয়া ছিং লিনের সঙ্গে এক সাক্ষাত্কারে কোবিয়া বলেছেন , ডাব্লিউ সি সি আগের মতোই ভবিষ্যতেও এক চীনের নীতি অনুসরণ করবে ।
চিয়া ছিং লিন বলেছেন , গত ২৮ বছরে চীনে ধর্মীয় স্বাধীনতার নীতি ভালোভাবে কার্যকর করা হয়েছে । চীন সুষম সমাজ প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাচ্ছে । সামাজিক সমঝোতা বাড়ানো ক্ষেত্রে ধর্ম সক্রিয় ভুমিকা নিতে পারে ।
|