ই ইউ কমিটি ২০ নভেম্বর ঘোষণা করেছে যে ভারত আমদানিকৃত মদের উপর উচ্চ মানের যে কর আদায় করেছে , তাতে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লংঘিত হয়েছে । ই ইউ কমিটি ই ইউ ও ভারতের মধ্যেকার এই বাণিজ্যিক বিরোধকে বিশ্ববাণিজ্য সংস্থায় হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে ।
এ বাণিজ্যিক বিরোধ মীমাংসার প্রথম পদক্ষেপ হিসেবে ই ইউ কমিটি ২০ নভেম্বর ভারতকে বিশ্ব বাণিজ্য সংস্থার সঙ্গে পরামর্শের অনুরোধ করেছে । ৬০ দিনব্যাপী এই উদ্যোগ ব্যর্থ হলে ই ইউ কমিটি এই বিরোধ মীমাংসার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে একটি বিশেষ গ্রুপ গঠনের দাবী জানাবে ।
ই ইউ কমিটি সেপ্টেম্বর মাস থেকে এ বিরোধের তদন্ত শুরু করেছে । তদন্ত থেকে জানা গেছে , আমদানিকৃত মদের উপর ভারতের আদায় করা কর ১৭৭ শতাংশ থেকে ৫৪০শতাংশে পৌঁছেছে। ভারতের কিছু এলাকায় মাত্র নিজ দেশের তৈরী মদ বিক্রি হয় । ই ইউ কমিটি মনে করে ভারতের এই সব ব্যবস্থা ই ইউর মদ ভারতে প্রবেশকে বাধার সৃষ্টি করেছে এবং বিশ্ববাণিজ্য সংস্থার নিয়মকে লংঘন করেছে ।
|