চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের সঙ্গে ২০ নভেম্বর বিকেলে লাওসের পার্টির কেন্দ্রীয় কমিটির অতিথি ভবনে লাওসে কর্মরত চীনের তরুণ স্বেচ্ছাসেবক দল দেখা করেছে। হু চিন থাও বলেছেন, "তোমাদের পূর্ণ যৌবনের স্ফূর্তি দেখে আমার খুব ভাল লাগছে। আমি পার্টির কেন্দ্রীয় কমিটি, রাষ্ট্রীয় পরিষদ এবং চীনের জনগণের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও উচ্চ সম্মান জানাই। "
সাধারণ সম্পাদক হু চিন থাওয়ের অভিনন্দন লাওসে অবস্থানরত চীনের ষষ্ঠ গ্রুপ তরুণ স্বেচ্ছাসেবক দলের সদস্যদের মধ্যে আনন্দ বইয়ে দেয়।
লাওসে পরিসেবা দলের নেতা কু চেন জিয়ে প্রেসিডেন্ট হু চিন থাওকে লাওসে তাঁদের কর্ম জীবনের অবস্থা অবহিত করেছেন। তিনি বলেছেন, "এখন, আমরা প্রধানতঃ চিকিত্সা ও স্বাস্থ্য, চীনা ভাষা ও ইংরেজী ভাষা শিক্ষাদান, কম্পিউটার চর্চা এবং ক্রীড়া প্রশিক্ষণসহ নানা ক্ষেত্রে কাজ করছি। অবসর সময়ে আমরা লাওসের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ও যোগাযোগ স্থাপন করার চেষ্টা করি।"
স্বেচ্ছাসেবকদের কথা শুনার পর সাধারণ সম্পাদক হু চিন থাও আবেগঘন কণ্ঠে বলেছেন, "তরুণ স্বেচ্ছাসেবক ব্রত এক রকম মহত কাজ । এটা চীন ও উন্নয়নশীল দেশের মধ্যে মৈত্রী বাড়ানো আর উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। তোমরা স্বদেশ ও আত্মীয়স্বজন ছেড়ে বহু দূরের লাওসে এসে স্থানীয় জনগণের কল্যাণে অংশগ্রহণ করেছো এবং সাগ্রহে স্থানীয় জনগণকে সাহায্য করছো। এই বাস্তব অভিজ্ঞতার ফলে দৃষ্টিসীমাও সম্প্রসারিত হবে, নিজের দক্ষতা বাড়বে। আমি বিশ্বার করি, তোমরা স্বদেশ আর জনগণের দেয়া কর্তব্য পালনে অসমর্থ হবে না। অবশ্যই ভালভাবে নিজের কাজ সাধন করে চীন ও লাওসের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার জন্য অবদান রাখবে।"
শাংহাই যোগাযোগ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সিনহুয়া হাসপাতাল থেকে আসা চেন লাই সাক্ষাতের পর সংবাদদাতাকে বলেছেন, "প্রেসিডেন্ট হু'র সাক্ষাতদান তরুণ স্বেচ্ছাসেবকদেরকে দেয়া সবচেয়ে বড় উত্সাহ এবং বিদেশে সাহায্যদান তত্পরতার প্রতি দেয়া বৃহত্তম সমর্থন। আমরা সাধারণ সম্পাদকের প্রত্যাশা ও বিশ্বাসের ক্ষেত্রে নিরাশ করবো না। আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে ভালোভাবে স্বেচ্ছাসেবকের কাজ করবো। কাজের পাশাপাশি চীনের সংস্কৃতি সম্প্রচার করবো, লাওসের জনগণের সঙ্গে বিনিময় জোরদার করবো, চীন ও লাওসের মৈত্রী দূত হবো। লাওসের জনগণের কাছে চীনা জনগণের বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছা পৌঁছে দিবো। চীন ও লাওসের মধ্যে কমরেডের মতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য নিজ নিজ অবদান রাখবো।"
উল্লেখ্য যে, ২০০২ সালের মে মাসে চীনের কমিউনিস্ট যুব লীগের কেন্দ্রীয় কমিটি, বাণিজ্য মন্ত্রণালয় ও চীনের তরুণ স্বেচ্ছাসেবক সমিতির যৌথ উদ্যোগে "চীনের তরুণ স্বেচ্ছাসেবক বিদেশে পরিসেবা পরিকল্পনার লাওস প্রকল্প" শুরু হয়। এটা হচ্ছে চীন থেকে বিদেশে তরুণ স্বেচ্ছাসেবক পাঠানোর প্রথম প্রকল্প। শাংহাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ইয়ে চাং হাই এখন লাওসে একজন চীনা ভাষার শিক্ষক। তাঁর ছাত্রছাত্রীরা কোন চীনা ভাষা জানেন না। তিনি বলেছেন, "আমি সহজ ধ্বনিবিজ্ঞান থেকে শেখানো শুরু করি। পুরো এক সপ্তাহে সহজ ধ্বনি বার বার বলি, এমন কি আমার কণ্ঠ একদম শুকিয়ে যায়। প্রথম দিকে আমি সত্যি হতাশ হয়েছিলাম। ভাবতাম আমি কেন এখানে এসেছি। এ বছর ছুন ইয়াং উত্সবের দিনে আমি লাওসের ছাত্রছাত্রীদের চীনা কবিতা পড়ানোর সময় একজন লাওসিয়ান ছাত্র হঠাত্ দাড়িঁয়ে আমাকে বলেছেন, "শিক্ষক, যদিও আপনি একাই বিদেশে আছেন। তবে আপনি এই উত্সবের দিনে আরো বেশি করে আত্মীয়স্বজনের কথা ভাববেন না। কারণ এখানে আপনার ছাত্রছাত্রীরা আছেন। সেই সময় আমি খুব আবেগ আক্রান্ত হয়েছি। আমি একজন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকের মূল্য বুঝতে পেরেছি। আমার কাজ আমার জ্ঞানের দ্বারা চীন ও লাওসের জনগণের মধ্যে একটি মৈত্রী সেতু প্রতিষ্ঠা করা, সংস্কৃতি প্রচার করা, লাওসের জনগণের উন্নয়নে সাহায্য করা।"
বেসরকারী বন্ধুত্বপূর্ণ দূত নামে সুপরিচিত চীনের তরুণ স্বেচ্ছাসেবকরা লাওসের জনগণকে জ্ঞান ও বুদ্ধি দিয়েছেন এবং মৈত্রী সম্প্রসারণ করেছেন। এজন্যই স্থানীয় জনগনের প্রশংসা পেয়েছেন।
|