v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-21 15:35:47    
হু ইয়ানবিনের নতুন অ্যালবাম

cri
চলতি বছরের ১১ মার্চ, চীনের মূল-ভূভাগের গায়ক হু ইয়ানবিন তার নতুন অ্যালবাম 'Music Code' প্রকাশ করেছেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের শিল্পী হু ইয়ানবিন সম্পর্কে কিছু বলবো এবং তাঁর অ্যালবাম থেকে কিছু গান শোনাবো।

(সংগীত-১)

আপনারা এখন যে গান শুনতে পাচ্ছেন, তার নাম 'রাজা'। গানের কথা হলোঃ তিন রাজবংশের পর, আমার এই রাজবংশ। পিতৃপুরুষ আমার নাম দিয়েছেন রাজা। অবশ্যই আমার সার্বিক প্রতিভা আছে বলেই এই নাম। আমি নিজেকে রাজা বলি। আমি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আমি শুনেছি, সবাই আমার স্তুতি করে, জিন্দাবাদ দেয়। হাসির মাঝেও কান্না রয়েছে এই কান্নায় আছে তৃপ্তি আর আনন্দের অনুভূতি। গানটিতে হু ইয়ানবিন নিজেকেই সঙ্গীতের রাজা বলেছেন। এই গানের কথা আর সুরের মধ্য দিয়ে আমরা তাঁর উচ্চাকাংখার বিষয়টিকে অনুভব করতে পারি। তিনি আশা করেন, এই গানের মাধ্যমে নবীন ও দৃপ্তমনের সবাইকে স্বপ্নের পাশা পাশি জীবনকে উপভোগ করতে উত্সাহ যোগাবে। কারণ নিজেদের সমর্থ্যকে নিজেদেরকেই গড়ে নিতে হবে।

২০০২ সালে শিল্পী হু ইয়ানবিনের বয়স মাত্র ১৮ বছর। এ বয়সেই তিনি তাঁর প্রথম অ্যালবাম প্রকাশ করেছেন। ফলে বিশেষজ্ঞ ও অনুরাগীদের কাছে কিছুটা অবাক করার মত হলেও তারা স্বীকার করে নিয়েছেন তার শিল্পী সত্বাকে অনুরাগীরা তাকে চীনের 'মূল-ভূভাগের সঙ্গীতের নতুন সূর্য' বলে অভিহিত করেছে। তারপর দু'বছর ধরে চেষ্টার পর তিনি পর পর দুটো অ্যালবাম প্রকাশ করেছেন। কন্ঠের সাবলীলভঙ্গি ও সুরের অপুর্ব প্রকাশের মধ্য দিয়ে নতুন কিছু সৃষ্টির জন্য তিনি ২০০৩-২০০৪ সালে সংগীত ক্ষেত্রে 'শ্রেষ্ঠ কন্ঠ শিল্পীর' পুরস্কার পেয়েছেন। মাত্র তিন বছরেই তিনি সঙ্গীত ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠা করেছেন এবং এতো বড় পুরস্কার লাভে সক্ষম হয়েছেন। তিনি চীনের মূল-ভূভাগে এক নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। এবার তিনি তার চতুর্থ অ্যালবাম প্রকাশ করেছেন, অনেক বিশেষজ্ঞ ও অনুরাগী তার এই অ্যালবামকেও স্বাগত জানিয়েছেন।

(সংগীত-২)

এখন আপনারা যে গান শুনছেন, তার নাম 'প্রজাপতি'। গানের কথা এমনঃ দু'জনের ভালোবাসায় কি কোন কি ভুল আছে? ভালোবাসায় কোন চতুরতা নেই। নেই কোন আধিপত্য বিস্তারের অবকাশ। তবু কিছু লোভী আর স্বার্থ পরের কারণে অনেক ভালোবাসার মৃত্যু হয়েছে। অনেকের জীবন হয়েছে কষ্টের। এ কারণেই, প্রেমিক-প্রেমিকারা এক সঙ্গে থাকতে পারে না অনেক সময়। জীবন যে কত নিরুপায়! বিয়ে করার ইচ্ছেটাকে আগেই আমি বিদায় জানিয়েছি। আমিতো কালো মেঘে আচ্ছন্ন হতে চাইনা। ভালোবাসার জন্য জীবন দিয়েছে যারা, তারা প্রজাপতি হয়ে আকাশে উড়ে যায়। দূরে কোথাও হয়তো একটি অচেনা কোন দেশে ।

নতুন অ্যালবাম 'Music Code'-এর ১০টি গানেই রক ও আবেগপূর্ণ ইলেকট্রোনিকসের ব্যবহার সহ চীনের বহু ধরনের স্টাইলকে তুলে ধরেছেন সুন্দরভাবে। শ্রোতাবন্ধুরা, এখন আপনাদের আমি শোনাবো 'এক হাজার বছর আগে' এই গানটি। গিটারের সহজবাদন ও তার সঙ্গীতের সুবলয় গানটি শোনার সময় হৃদয়ে এনে দেয় নির্মল প্রশান্তি।

(সংগীত-৩)

তোমার মনে আছে? এক বছর আগে যখন আমরা দু'জনে মিলিত হই, তখন তুমি আমার কাঁধের ওপর ভর দিয়ে খুব আদর করেই আমাকে জিজ্ঞাসা করেছিলে, চাঁদ কেন এত গোল? আমি বলেছিলাম, সে আমাদের মিলনকে স্বাগত জানায়। সেদিন তুমি বলেছিলে, কেন আমার মুখ এত মিষ্টি। এর অনেক দিন পর এখন তুমি আর আগের মতো নও। আমি বুঝতে পারি, আমাদের দূরত্ব বেড়ে যাচ্ছে। আমি তোমাকে আর অনুভব করতে পারি না। আমি শুধু প্রত্যাশার মাঝেই এখন বেঁচে থাকতে পারি।

গত অ্যালবামে, শিল্পী হু ইয়ানবিন প্রাচীন কালের পরিধেয় বস্ত্র নিয়ে পরিধান নাটকের জন্য ক্লাসিক্যাল স্টাইলে নতুন ধরনের একটি গান সৃষ্টি করেছেন। গানের নাম দিয়েছেন 'সুন্দরী'। অনেক অনুরাগী এই গানটি খুবই পছন্দ করেছে। এবার পরিচালকের অনুরোধে, একই নাটকে হু ইয়ানবিন অন্য আর একটি ক্লাসিক্যাল স্টাইলের গান 'রচনা ও কন্ঠ দিয়েছেন। এখন আমি আপনাদের এই গানটি শোনাবো।

(সংগীত-৪)

এতক্ষণ যে গানটি শুনলেন তার অর্থ এমনঃ এক সময় সুনাম ও ক্ষমতা বিলূপ্ত হয়। জয় বা বিজয় হবে কিনা কে বলতে পারে? বীর কিনা, তাও প্রথমেই নিশ্চিতভাবে বলা যায়না। বিজয়টি রাজার অথবা প্রজাদেরও হতে পারে। এটা সৃষ্টিকর্তার ইচ্ছা। এই ভূমি তোমার উচ্চাকাংখাকে ধরে রাখতে পারবে কি? সময় এক সময় কেটে যাবে। ইতিহাস জানে সেখানে কার নাম লেখা থাকবে?

আচ্ছা, শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে, শিল্পী হু ইয়ানবিনের নতুন অ্যালবামের আরেকটি গান 'তিনজনের প্রতিযোগিতা অন্য তিনজনের সঙ্গে। আপনাদের শোনবো এটা হচ্ছে বাস্কেট বল খেলার একটি গান। গানটিতে সঙ্গীতের অনেক নতুন নতুন উপাদান রয়েছে। শিল্পী হু ইয়ানবিন বাস্কেটবল খুব পছন্দ করেন। তিনি আশা করেন, এই গানের মাধ্যমে তরুণ-তরুণীরা বাস্কেটবল খেলার সময় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুখের অনুভূতি প্রকাশ করতে পারবেন।