বিশ্ব পর্যটন সংস্থা চীনের কুয়াংতোংয়ে চলতি মাসের ২৪ তারিখে অনুষ্ঠিতব্য 'কুয়াংতোং আন্তর্জাতিক পর্যটন ও সাংস্কৃতিক উত্সব ২০০৬' উপলক্ষ্যে অভিনন্দন বাণী পাঠিয়েছে। অভিনন্দন বাণীতে বলা হয়েছে, চীনের পর্যটন শিল্প দ্রুত উন্নত হচ্ছে।
২০২০ সাল পর্যন্ত চীনে আসা পর্যটকের সংখ্যায় বিশ্বে প্রথম দেশ এবং চীনাদের বিদেশে যাওয়ার সংখ্যার দিক থেকে বিশ্বের চতুর্থ দেশে পরিণত হবে বলে বিশ্ব পর্যটন সংস্থা অনুমান করেছে।
জানা গেছে, চলতি বছরের গত নয় মাসে চীনে আসা পর্যটকদের সংখ্যা অব্যাহতভাবে বেড়েছে। এ সময়ে চীনে আসা বিদেশী পর্যটকদের সংখ্যা এক কোটি ৬১.১ লাখ। পর্যটন আয় গত বছরের একই সময়ের তুলনায় ৫.৬ শতাংশ বেড়ে এক কোটি ৬১.১ লাখ মার্কিন ডলার হয়েছে।
|