v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-20 19:11:11    
ই চিয়ানলিয়ানের এনবিএতে যোগ দেয়ার সম্ভাবনা আছে

cri

(ই চিয়ানলিয়ান)

    চীনের বিখ্যাত্ বাস্কেটবল খেলোয়াড় ই চিয়ানলিয়ান সম্প্রতি ঘোষণা করেছেন যে, তিনি আগামী বছর এনবিএ'র নতুন খেলোয়াড় নির্বাচনে অংশ নেবেন। ওয়াং চিচি, বাতের ও ইয়াওমিংয়ের পর তাঁর চতুর্থ চীনা খেলোয়াড় হিসেবে এনবিএতে যোগ দেয়ার সম্ভাবনা আছে।

    যদিও ই চিয়ানলিয়ানের বয়স মাত্র ১৯, তবে তিনি আন্তর্জাতিক বাস্কেটবল মহলে বিখ্যাত্ । তিনি ২.১১ মিটার লম্বা, একজন ফরওয়ার্ডস(forwards)। মাত্র ১৩ বছর বয়সে তিনি চমত্কার ক্রীড়া নৈপুণ্য দেখান। সেজন্য আন্তর্জাতিক বাস্কেটবল মহল তাঁর ওপর সজাগ দৃষ্টি রেখেছে। তিনি চীনা দলের একজন সদস্য হিসেবে ২০০৪ সালে এথেনস অলিম্পিক গেমস ও ২০০৬ সালে পুরুষদের বিশ্ব বাস্কেটবল চ্যাম্পিয়নশীপে অংশ নেন। এথেনস অলিম্পিক গেমসে চীনা দল কোয়ার্টার ফাইনালে উঠে ছিল। বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের পেশাগত বাস্কেটবল প্রতিযোগিতা হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের এনবিএ অনেক আগ থেকেই ই চিয়ানলিয়ানের ওপর সজাগ দৃষ্টি রেখে আসছে এবং তাঁকে ২০০৬ সালে এনবিএ'র নতুন খেলোয়াড় নির্বাচনে অংশ নেয়ার উত্সাহ দিয়েছে। কিন্তু তখন ই চিয়ানলিয়ানের দল চীনের কুয়াংতুং হংইয়ান ক্লাব তাঁর বয়স বিবেচনা করে এ আমন্ত্রণ নাকচ করেদেয়।

(ইয়াও মিং)

    বর্তমানে, কুয়াংতুং হংইয়ান ক্লাব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, ই চিয়ানলিয়ান ২০০৭ সালে এনবিএ'র নতুন খেলোয়াড় নির্বাচনে অংশ নিতে রাজী আছে। ফলে ই চিয়ানলিয়ানের এনবিএতে যোগ দেয়ার সর্বশেষ বাধা দূর করা হয়েছে। কুয়াংতুং হংইয়ান ক্লাবের ভাইস ম্যানেজার লিউ হংচিয়াং বলেছেন, গত এক বছরে ই চিয়ানলিয়ান আরো পূরণ হয়েছেন। তিনি নিজস্ব খেলার কৌশল উন্নয়ন করতে ইচ্ছুক। সেজন্য তাঁর উচিত একটি নতুন পরিবেশে খেলা এবং আরো উচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় অনুশীলন করা।

    চীনের জাতীয় পুরুষ বাস্কেটবল দলের প্রধান কোচ লিথুয়ানিয়ার জোনাস কাজলাউস্কাস ও এনবিএতে যোগ দেয়ার প্রথম চীনা খেলোয়াড় ওয়াং চিচি চিয়ানলিয়ানকে অভিনন্দন জানিয়েছেন। জোনাস কাজলাউস্কাস বলেছেন, 'আমি মনে করি প্রতিটি খেলোয়াড়ের উচিত একটি লক্ষ্য নিধারণ এবং এই লক্ষ্য বাস্তবায়নে চেষ্টা করা। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য তিনি অনুশীলন করবেন। সেজন্য, আমি মনে করি, যদি সব যুব খেলোয়াড়ের লক্ষ্য হয় দুই বা তিন বছরের মধ্যে এনবিএ'র নতুন খেলোয়াড় নির্বাচনে অংশ নেয়া, তাহলে তাঁদের খেলার কৌশল দ্রুত উন্নত করতে হবে।'

(ওয়াং চিচি)

     ওয়াং চিচি বলেছেন, 'এনবিএতে যোগ দিলে তিনি উন্নয়ন ও অগ্রগতি অর্জন করবেন। আমি আশা করি, তিনি আরো উচ্চ পর্যায়ে উঠবেন ।'

    এনবিএতে যোগ দেয়া চীনা খেলোয়াড়দের মধ্যে ইয়াও মিংয় সবচেয়ে বেশী সাফল্য অর্জন করেছেন। বর্তমানে এনবিএতে তিনি একজন সবচেয়ে সফল ফরওয়ার্ডস। ই চিয়ানলিয়ানের জন্য তাঁর আনন্দ লাগে। তিনি বলেছেন, যদি এখনো আমি জানি না ই চিয়ালিয়ান এনবিএতে যোগ দেয়ায় চীনের বাস্কেটবলের অনুকূল কিনা, তবুও তিনি নিজ পর্যায় উন্নয়ন করতে পারবেন। এটি হল একটি খুবই ভাল শুরু, এরপর বহু কাজ বাস্তবায়ন করতে হবে। আমি তাঁর শুভ কামনা করি। ইয়াও মিং বিবেচনা না করে বলেছেন, ই চিয়ানলিয়ান 'ফনিক্স সানস' দলে যোগ দিবেন।

    ই চিয়ানলিয়ানের ২০০৭ সালে এনবিএ'র নতুন খেলোয়াড় নির্বাচনে অংশ নেয়ার তথ্য বিভিন্ন পক্ষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মার্কিন গণ-মাধ্যম মনে করে তিনি এনবিএ ২০০৭ সালের একজন প্রভাবশালী ব্যক্তি হবেন এবং দ্বিতীয় ইয়াও মিং হবেন। মার্কিন 'স্যান জোসে মার্কারি নিউজ' পত্রিকার 'একজন প্রভাবশালী ব্যক্তি ২০০৭ সালের এনবিএতে যোগ দেবেন' নামক একটি প্রবন্ধে বলা হয়, বিশেষজ্ঞরা মনে করেন, ২০০৭ সালের নতুন খেলোয়াড় নির্বাচন হবে ২০০৩ সালের পরে সবচেয়ে ভাল নির্বাচন। কুয়াংতুং হংইয়ান ক্লাব ই চিয়ানলিয়ানকে নির্বাচনে অংশ নেয়ার অনুমতি দেয়ার পর , একজন প্রভাবশালী ব্যক্তি ২০০৭ সালে নির্বাচনে অংশ নেবেন। তাঁর উচিত ২০০৮ সালের আগে নিজস্ব পর্যায় উন্নয়ন করা। ইয়াও মিংও তাঁকে এনবিএতে যোগ দেয়ার উত্সাহ দিয়েছেন।

(বাতীর)

  ই চিয়ানলিয়ান নির্বাচিত হবে কিনা? এ সম্বন্ধে কুয়াংতুং হংইয়ান ক্লাবের ভাইস ম্যানেজার লিউ হংচিয়াং বলেছেন, এ বছরের নির্বাচনে ই চিয়ানলিয়ান অংশ নেন নি। কারণ আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রস্তুতি ছিলনা। কিন্তু এখন আমাদের প্রত্যয় আছে। আমরা জানি না যে, কোন দল ই চিয়ানলিয়ানকে বেছে নেবে, কিন্তু আমরা প্রস্তুতি কাজ সম্পন্ন করেছি।

    এনবিএ'র ওয়েবসাইটে বলা হয়েছে, ই চিয়ানলিয়ান একজন ফরওয়ার্ড হিসেবে নির্বাচনে ১১ নম্বর অবস্থায় উঠবেন এবং ডিট্রোইট পিস্টন দলকে বেছে নেবেন। এ ওয়েবসাইট বিশ্লেষণ করেছে যে, ই চিয়ানলিয়ানের উন্নতি মেমফিস গ্রিজলাইস দলের পাউ গাসোলর একই মত হবে। ই চিয়ানলিয়ানের মতো সামর্থ্য বেশির ভাগ এশীয় খেলোয়াড়দের নেই। তাঁর বৈশিষ্ট্য মার্কিন খেলোয়াড়দের মত । ই চিয়ানলিয়ান গত মত্তসুমে চীনের পেশাদার বাস্কেটবল প্রতিযোগিতার সবচেয়ে মূল্যায়ন খেলোয়াড় ছিলেন। প্রতিযোগিতায় সবসময় ঠিক সিদ্ধান্ত নিতে পারেন। যদিও মার্কিন গণ-মাধ্যম ই চিয়ানলিয়ানের বহু প্রশংসা করে, তবুও হংইয়ান ক্লাব তাঁর ভবিষ্যত সম্বন্ধে সম্ভব করতে বেশি সংযমী। লিউ হংচিয়াং বলেছেন, আগামী বছরে নির্বাচনে অংশগ্রহণকারী সব খেলোয়াড়ই শক্তিশালী। কিন্তু আমরা মনে করি ই চিয়ানলিয়ান প্রথম দফায় নির্বাচিত হবেন।

    এখন থেকে ২০০৭ সালে এনবিএ নির্বাচন পর্যন্ত প্রায় আট মাস সময় আছে। ই চিয়ানলিয়ান যদি আগের অবস্থানে উঠতে চান, তাহলে আগামী পর্যায়ে যথাসম্ভব নিজস্ব চেষ্টা করতে হবে। যেমন ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য দোহা এশীয় গেমস হবে একটি অনুশীলনের সুযোগ। ইয়াও মিং এবারের এশীয় গেমসে অংশ নেবেন না। এ পরিস্থিতিতে ই চিয়ানলিয়ান ও ওয়াং চিচি চীনা দলের গুরুত্বপূর্ণ সদস্য হবেন। চীনা দলের প্রধান কোচ জোনাস কাজলাউস্কাস আশা করেন, ই চিয়ানলিয়ান দোহায় স্বদেশ ও নিজের জন্যযথসম্ভব চেষ্টা করবেন। 'আমি মনে করি, তাঁর উচিত প্রথমে দোহা এশীয় গেমসে দলকে চ্যাম্পিয়ন করা। যদি চীনের জাতীয় দল সাফল্য অর্জন করে এবং তিনি এর মধ্যে বেশি অবদান রাখেন, তাহলে নির্বাচনে সাফল্য অর্জন করবেন।

    ২০০১ সালের মার্চ মাসে ওয়াং চিচি ডালাস ম্যাভারিক্স দলে যোগ দেন। তিনি ছিলেন এনবিএতে অংশ নেয়া প্রথম চীনা খেলোয়াড়। ২০০১ সালে মেংকা বাতীর বদলি খেলোয়াড় হিসেবে ডেনভার নাগেটস দলে যোগ দেন। এরপর, ইয়াও মিং নির্বাচনে প্রথম অবস্থানে উঠে হিউস্টন রকেটস রোকেটস দলে যোগ দেন। তিনি এনবিএতে সবচেয়ে সফল চীনা খেলোয়াড়। ওয়াং চিচি ও বাতীর বর্তমানে এনবিএতে নেই। ই চিয়ানলিয়ান দ্বিতীয় ইয়াও মিং হবেন কিনা, বিসয়টি সময় সাপেক্ষ ব্যাপার।