v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-20 18:35:13    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৬/১১/২০

cri

 চীনের অর্থনীতির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে শহরে বসবাসকারী তরুণ-তরুণীরা ক্রমবর্ধমান নাগরিক ব্যস্ততায় অভ্যস্ত হওয়ার পাশাপাশি নিজেদের জীবনের অবকাশের সংকীর্ণতাও গভীরভাবে অনুভব করছে। তারা প্রতিদিন কাজে ব্যস্ত থাকেন। জীবনের অন্য ক্ষেত্রের ওপর নজর দেয়ার সময়ও তাদের নেই। সাদাসিধে প্রেমও তাদের কাছে বাহুল্য বলে মনে হয়। এ অবস্থার প্রেক্ষাপটে পশ্চিমা দুনিয়া থেকে আমদানি করা প্রেমের নতুন পদ্ধতি --- ৮ মিনিট সাক্ষাত্ চীনের বড় বড় শহরে এবং কিছু নির্দিষ্ট মানুষের মধ্যে প্রচলিত হয়ে এসেছে। ২২ নভেম্বর সমাজ দর্পণ আসরে শি ছিং উ এই সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

 ২৫ বছর আগে স্টিফেন কিসেল বিবিসি'র ইতিহাসে দ্বিতীয় চীনস্থ সংবাদদাতা হন। কার্যমেয়াদ শেষ হওয়ার পর তিনি ব্রিটেনে ফিরে গিয়েছিলেন। তারপর দীর্ঘ দিন চীনে আর আসেন নি। সাম্প্রতিক চার বছরে তিনি আবার চীনে আসার সুযোগ পেয়েছেন। চীনে এসে তাঁর মনে অনেক অনুভূতি হয়েছে। তা শুনার জন্য আপনারা ২২ নভেম্বর ভিন দেশির চোখে আসরে শুয়েন ফেই ফেই এর মুখে তা শুনবেন।

 মহত্ পশ্চিম চীনের উন্নয়ন কৌশল জারি করার পর সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম চীনের শেনশি প্রদেশে তাইওয়ানী ব্যবসায়ীদের মধ্যে পুঁজি বিনিয়োগ প্রবণতা দেখা দিয়েছে। ধর্মবিশ্বাসের জন্য হো শান সি পশ্চিম চীনের শেনশি প্রদেশের রাজধানী সিআনকে তাঁর ব্যবসার স্থান হিসেবে বেছে নিয়েছেন এবং তাইওয়ানী ব্যবসায়ীদের সমিতি প্রতিষ্ঠা করেছেন। ২৩ নভেম্বর অর্থনীতির অগ্রযাত্রা আসরে আমি তাইওয়ানী ব্যবসায়ী হো শান সির কাহিনী পড়ে শোনাবো।

 দীর্ঘদিন ধরে বিরাটাকারের কৃষি যন্ত্রপাতি ব্যবহারের ব্যয় ছিল বেশি এবং কৃষকদের অর্থনৈতিক অবস্থাও তেমন ভালো ছিল না। তার ওপর চীনের মাথাপিছু জমির আয়তন কম ছিল বলে নির্দিষ্ট মাত্রায় চীনে কৃষির যান্ত্রিকীকরণের প্রচলন বাধাগ্রস্ত হয়েছিল। তবে গত কয়েক বছরে এ অবস্থার পরিবর্তন ঘটেছে। ২৪ নভেম্বর সেই গ্রাম এই জীবন আসরে শি চিং উ এই সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

 চীনে কিরগিজ জাতি অন্যতম কম লোকসংখ্যার জাতি। তারা প্রধাণতঃ উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কেজিলাসু কিরগিজ স্বায়ত্তশাসিত বিভাগে বাস করেন। কিরগিজ ভাষায় কিরগিজ শব্দের মানে হচ্ছে পাহাড়ের পশুপালক। ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার আগে পশুপালনকারী কিরগিজ জাতির নিরক্ষরতার হার ৮০ থেকে ৯০ শতাংশ ছিল। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে বিকশিত হওয়ার পর এখন কিরগিজ জাতি আধুনিক জাতির সারিতে অন্তর্ভুক্ত হয়েছে। কিরগিজ জাতির বিকাশের ক্ষেত্রে শিক্ষা অপরিহার্য ভূমিকা পালন করেছে। ২৫ নভেম্বর ওরা অনন্য আসরে থাং ইয়াও খান কিরগিজ জাতির একটি পরিবারের কথা আপনাদের বলবেন।

 গত শতাব্দীর ৮০ দশকে চীনা শিল্পী চাং শিং এবং "আমাকে বলো", "বিলম্বিত" ও "একটি পথ" সহ শিল্পীর বেশ কয়েকটি গান সঙ্গীত ক্ষেত্রে ব্যাপক জনপ্রিয়তা পায়। তিনি চীনের মূল-ভূভাগের জনপ্রিয় সঙ্গীতের ইতিহাসে একটি নতুন অধ্যায় সৃষ্টি করেছেন এবং গত শতাব্দীর ৮০ দশকে চীনের জনপ্রিয় সঙ্গীত ক্ষেত্রের প্রতীকে পরিণত হয়েছেন। ২৫ নভেম্বর সুরের ভুবন আসরে আবাম সালাউদ্দিন শিল্পী চাং শিং আর তাঁর গানের পরিচয় দেবেন।

 তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।