১৯ নভেম্বর চীনের অর্থমন্ত্রী চিন রেন ছিং অষ্ট্রেলিয়ার মেলবোর্নে অষ্টম জি -বিশ গোষ্ঠীর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানদের সম্মেলন শেষে সাংবাদিকদের সাক্ষাত্কার দেয়ার সময় জ্বালানী ও খনিজ সম্পদ সম্বন্ধে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন ।
তিনি বলেছেন , অনেকের ধারনা চীনের অর্থনীতির দ্রুত উন্নয়ন আন্তর্জাতিক বাজারে তেল ও খনিজ পদার্থের দাম বৃদ্ধির প্রধান কারণ । এটা বাস্তব ঘটনার সঙ্গে সংগতিপূর্ণ নয় বা যুক্তিপূর্ণ নয় । তিনি উল্লেখ করেছেন , চীন জ্বালানী সম্পদে সমৃদ্ধ । চীন বিদেশ থেকে জ্বালানী সম্পদ কম আমদানি করে । ২০০৪ সালে জ্বালানী সম্পদে চীনের আত্মনির্ভরশীলতার অনুপাত ছিল ৯৪ শতাংশ । চীন সরকার জ্বালানী সম্পদের আহরণ ও ব্যবহারকে গুরুত্ব দেয় এবং সম্পদ সাশ্রয়ী ও দুষণমুক্ত সমাজ গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছে ।
জি বিশ গোষ্ঠীর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানদের সম্মেলন ১৯ নভেম্বর শেষ হয়েছে । এই সম্মেলনে জ্বালানী সম্পদ , ও বয়স্ক লোকসংখ্যা বৃদ্ধির প্রবণতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ।
|