"লাওসের প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো আছেন। আজ আমি আর প্রেসিডেন্ট ছুমালি চীন আন্তর্জাতিক বেতারের লাওস ভিয়েনতিয়েন এফ এম বেতারের সম্প্রচার অনুষ্ঠানে উপস্থিত আছি। প্রথমে আমি লাওসের পার্টি, সরকার ও জনগণের কাছে চীনের পার্টি , সরকার ও জনগণের আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানাই।"
স্থানীয় সময় ১৯ নভেম্বর সন্ধ্যা ৮টায় চীনের প্রেসিডেন্ট হু চিন থাও লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে চীন আন্তর্জাতিক বেতারের ভিয়েনতিয়েন এফ এম বেতার তরঙ্গের মাধ্যমে লাওসের জনগণের কাছে আন্তর্জাতিক শুভেচ্ছা জানিয়েছেন।
এ দিন রাতে লাওস পার্টির কেন্দ্রীয় বৈঠক হলে উজ্জ্বল দীপ জ্বালানো হয়। বড় আকারের লাল রং এর ব্যানারে চীনা ও লাওসিয়ান ভাষায় লেখা আছে "চীন আন্তর্জাতিক বেতারের ভিয়েনতিয়েন এফ এম ৯৩ বেতার সম্প্রচার অনুষ্ঠান"। সবেমাত্র ভিয়েনতিয়েনে পৌঁছে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও লাওসের প্রেসিডেন্ট ছুমালির সঙ্গে বৈঠক হলে হেঁটে এসেছেন। তাঁরা মিলিতভাবে সি আর আই এর ভিয়েনতিয়েন এফ এম বেতারের সম্প্রচারের বোতাম টিপে চীন ও লাওসের সাংস্কৃতিক সহযোগিতা ক্ষেত্রের আরেকটি স্মরণীয় ঘটনার প্রমাণ রেখেছেন।
"এটা হচ্ছে চীন আন্তর্জাতিক বেতারের ভিয়েনতিয়েন এফ এম বেতার" বোতাম টিপার সঙ্গে সঙ্গে চীনা ভাষা, লাওসিয়ান আর ইংরেজী ভাষায় সম্প্রচারিত ঘোষণা ভিয়েনতিয়েনের আকাশে ভেসে উঠেছে। ভিয়েনতিয়েনের মানুষ প্রথম বার এমন স্পষ্টভাবে সুপ্রতিবেশী চীনের প্রেসিডেন্টের কন্ঠ শুনতে পেরেছেন।
"চীন ও লাওস হচ্ছে পাহাড় ও নদনদী সংলগ্ন সুপ্রতিবেশী দেশ। দু'দেশের জনগণের মধ্যে গভীর ঐতিহ্যিক মৈত্রী আছে। চীন আন্তর্জাতিক বেতারের ভিয়েনতিয়েন এফ এম বেতারের প্রতিষ্ঠা দু'দেশের জনগণের পারস্পরিক সমঝোতা ও মৈত্রী বাড়ানোর একটি নতুন সেতু । এটা দু'দেশের জনগণের মৈত্রী বংশপরম্পরায় বজায় রাখার জন্য অবদান রাখবে।"
সি আর আই এ বছরের প্রথম দিকে কেনিয়ায় নাইরোবি এফ এম বেতার প্রতিষ্ঠার পর এটি হলো বিদেশে প্রতিষ্ঠিত দ্বিতীয় এফ এম বেতার। প্রতিদিন লাওসিয়ান, চীনা ভাষা আর ইংরেজী ভাষায় সাড়ে বারো ঘন্টার অনুষ্ঠান সম্প্রচারিত হয়। অনুষ্ঠানগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে চীনের অর্থনৈতিক নির্মান, সামাজিক উন্নয়ন আর চীনের সংস্কৃতি, চীন ও লাওসের অর্থনৈতিক ও বাণিজ্যিক, সাংস্কৃতিকসহ নানা ক্ষেত্রের সহযোগিতা আর বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান ইত্যাদি।
দুটি বন্ধুভাবাপন্ন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে চীন ও লাওসের মধ্যে লানছান নদী আর মেকং নদীর জলপথ এবং কুনমিং থেকে ভিয়েনতিয়েনগামী স্থল পথ খোলা হয়েছে। আজ সি আর আই এর ভিয়েনটিয়ান এফ এম বেতারের প্রতিষ্ঠা হচ্ছে মনের সেতু , এটি দু'দেশের জনগণের মনকে ঘনিষ্ঠভাবে সংযুক্ত করেছে।
লাওসের শ্রোতা সিফা নোগলাথ হচ্ছেন সি আর আই এর লাওসিয়ান ভাষার একজন নিয়মিত শ্রোতা। তিনি ভিয়েনতিয়েন এফ এম বেতার প্রতিষ্ঠার খবর জেনে খুব খুশি। তিনি বলেছেন, "আমি মনে করি, লাওসের শহর বা গ্রামবাসীরা আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আরো ভালোভাবে চীন, চীনা লোক এবং চীনের সংস্কৃতি জানতে পারবেন। ভিয়েনতিয়েন এফ এম বেতার হচ্ছে সি আর আই আমাদের কানে দেয়া এক উপহার।"
যদি এ বেতারকে লাওসের জনগণকে দেয়া উপহার বলা যায়, তাহলে এ উপহার হচ্ছে চীন ও লাওসের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সুফল, দিয়ে নতুন যুগে চীন ও লাওসের জনগণের ঐতিহ্যিক মৈত্রীর নতুন অগ্রগতি প্রতিফলিত হয়। বেতারটি নির্মাণের প্রক্রিয়ায় দু'দেশের পার্টি ও সরকার উচ্চ মানের গুরুত্ব এবং বিরাট সমর্থন করেছে। দু'দেশের শীর্ষ নেতারা নিজেই ভিয়েনতিয়েন এফ এম বেতার সম্প্রচারের বোতাম লাগানো থেকে বুঝা যায় যে, দু'পক্ষের নেতারা দু'দেশের সম্পর্ক এবং দু'দেশের সাংস্কৃতিক বিনিময়ের উপর গুরুত্ব দিচ্ছেন।
|