v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-20 17:34:25    
১৩--২০ নভেম্বর, ২০০৬

cri
ভিয়েনতিয়েনে সিআরআই'র এফএম ৯৩ অনুষ্ঠান সম্প্রচার হবে

লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে সিআরআইয়ের এফএম ৯৩ অনুষ্ঠান ১৫ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে সম্প্রচার করা হবে । ১৯ নভেম্বর এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু হবে । সিআরআইয়ের এফএম অনুষ্ঠানের সম্প্রচার উদযাপন উপলক্ষে ১৯ ও ২০ নভেম্বর বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে । বিশেষ করে ১৯ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত সম্প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান । ২০ তারিখের অনুষ্ঠান সম্প্রচার করা হবে সকাল ছ'টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ।

লাওসের ভিয়েনতিয়েনে সিআরআই'র এফএম ৯৩ অনুষ্ঠানের সম্প্রচার দু'দেশের সরকারের মধ্যেকার একটি সহযোগিতা প্রকল্প । দু'দেশের দু'জন রাষ্ট্রপতি এই অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন । এটি বিদেশে স্থাপিত চীনের দ্বিতীয় এফএম অনুষ্ঠান । এ বছরের ২৮ জানুয়ারী কেনিয়ার নাইরোবিতে সিআরআইয়ের এফএম ৯১.৯ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে । ফলে চীনের বেতারের বৈদেশিক সম্প্রচার ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ।

এ বছরের প্রথম নয় মাসে চীন-এপেকের বাণিজ্য মূল্য ৮৩০ বিলিয়ন মার্কিন ডলারের ও বেশি

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও মুখপাত্র ছোং ছুয়েন ১৫ নভেম্বর পেইচিংয়ে বলেছেন, এ বছরের প্রথম নয় মাসে, চীন আর এপেকের সদস্যদের মধ্যে বাণিজ্যিক পরিমাণ ৮৩৫.৫ বিলিয়ান মার্কিন ডলার, যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি।

  ছোং ছুয়েন বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন আর এপেকের সদস্যদের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ঘনিষ্ঠ হয়েছে। গত বছর চীন আর এপেকের সদস্যদের বাণিজ্যিক পরিমাণ ছিল ৯৬০.৮ বিলিয়ন মার্কিন ডলার । এই সংখ্যা চীনের বৈদেশিক বাণিজ্যের মোট পরিমাণের ৬০ শতাংশের বেশি। চীনের দশটি বড় বাণিজ্যিক অংশীদারের মধ্যে এপেকের সদস্য আছে আটটি।

চীনের হজযাত্রীদের সংখ্যা প্রথম বারের মতো ৯ হাজার ছাড়িয়ে গেছে

২০০৬ -এর পর ২০০৭ সালে মক্কায় চীনের হজযাত্রীদের সংখ্যা প্রথম বারের মতো ৯ হাজার ছাড়িয়ে গিয়ে ন' হাজার ছ'শোতে দাঁড়িয়েছে ।

  খবরে প্রকাশ , চীনের মুসলমানদের হজ পালনকারী দল ২৯ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত মক্কায় যাবে ।

২০০৭ সালের শেষ নাগাদ ২০০৮ পেইচিং অলিম্পিক গেমসের জন্য সকল স্টেডিয়াম ও সংশ্লিষ্ট স্থাপনা প্রতিষ্ঠিত হবে

সম্প্রতি পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির কার্য-নির্বাহী ভাইস-চেয়ারম্যান ওয়াং ওয়েই বলেছেন, ২০০৭ সালের শেষ নাগাদ ২০০৮ পেইচিং অলিম্পিক গেমসের জন্য সকল স্টেডিয়াম ও সংশ্লিষ্ট স্থাপনা তৈরী শেষ হবে। যাতে বিভিন্ন পরীক্ষা প্রতিযোগিতার পরীক্ষা চালানো যায় ।

পেইচিং অলিম্পিক গেমসের জন্য ৩৭টি স্টেডিয়াম ও ৭৬টি প্রশিক্ষণ স্টেডিয়াম ব্যবহৃত হবে। এর মধ্যে পেইচিংয়ে ৩১টি স্টেডিয়ামে প্রতিযোগিতা হবে, অন্য ৬'টি হচ্ছে ছিংতাও শহরের ইয়াটিং, হংকংয়ের অশ্বারোহণবিদ্যা এবং থিয়ানচিন, সাংহাই, শেনইয়াং ও ছিনহুয়াংতাও শহরের ফুটবল প্রতিযোগিতার জন্য স্টেডিয়াম।

চীন ও ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি আফ্রিকার উন্নয়ন ত্বরান্বিত করেছে

১৩ নভেম্বর জোহান্সবার্গে বিশ্ব ব্যাংকের সদ্য প্রকাশিত এক গবেষণা রিপোর্ট থেকে জানা গেছে , চীন ও ভারতের আফ্রিকায় বাণিজ্য ও পুঁজি বিনিয়োগের দ্রুত বৃদ্ধি আফ্রিকার অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে । এর ফলে আফ্রিকা খুব দ্রুত বিশ্বের অর্তনৈতিক কাঠামোয় যোগ দিতে পারবে ।

রিপোর্টে বলা হয়েছে , চীন ও ভারতের অর্থনীতি এশিয়া ও আফ্রিকার মধ্যে এক নতুন সংযোগের সূচনা করছে । বর্তমানে আফ্রিকার ২৭ শতাংশ পণ্যদ্রব্য এশিয়ায় রপ্তানি করা হয়েছে । পাশা পাশি আফ্রিকায় বিশ্বের বিভিন্ন অঞ্চলের রপ্তানির পরিমাণের চেয়ে এশিয়ার রপ্তানির পরিমান বেশী ।

এ বছর চীন -ভারত বাণিজ্য মূল্য ২০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে

চলতি বছরের ৯ মাসে চীন ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য মূল্য ১৭.৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে । অনুমান করা হচ্ছে যে, এ বছর দ্বিপক্ষীয় বাণিজ্য মূল্য ২০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে ।

গত বছর দু'দেশের সরকার স্বাক্ষরিত যৌথ বিবৃতি অনুযায়ী, ২০০৮ সালে দু'পক্ষের বাণিজ্য মূল্য ২০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে । এ লক্ষ্য একটু আগে বাস্তবায়িত হলো ।

জানা গেছে, চীন ও ভারতের বাণিজ্যে পরস্পরের অনুপুরক উপাদান বেশি । সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের বাণিজ্য দ্রুতভাবে উন্নত হয়েছে এবং বাণিজ্য মূল্য অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে । পরিসংখ্যান থেকে জানা গেছে, গত বছর ভারত ছিল চীনের একাদশ বাণিজ্যিক অংশীদার এবং চীন ছিল ভারতের দ্বিতীয় বাণিজ্যিক অংশীদার ।

মার্কিন কংগ্রেস যুক্তরাষ্ট্র-ভারত বেসামরিক পরমাণু শক্তি সহযোগিতা চুক্তি অনুমোদন

মার্কিন সিনেট ১৬ নভেম্বর ৮৫ ভোট পক্ষে এবং ১২ ভোট বিপক্ষের ফলাফলে চলতি বছরের মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট বুশের ভারত সফরকালে স্বাক্ষরিত বেসরকারী পরমাণু শক্তি সহযোগিতা চুক্তির অনুমোদন দিয়েছে ।

এ চুক্তি অনুযায়ী , যুক্তরাষ্ট্র ভারতকে বেসামরিক পরমাণু প্রযুক্তি , পরমাণু জ্বালানী ও পরামাণু রিএক্টর দেবে । তবে ভারতের বেসামরিক পরমাণু প্রকল্প ও সামরিক পরমাণু প্রকল্প ভাগাভাগি করতে হবে এবং বেসামরিক পরমাণু যন্ত্রপাতির ওপর যুক্তরাষ্ট্রকে পরীক্ষা চালানোর সুযোগ দিতে হবে ।

মার্কিন কংগ্রেসের অধিকাংশ সদস্য মনে করেন এ চুক্তি যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সম্পর্ক জোরদার করবে এবং ভারত পরমাণু অস্ত্রের পরীক্ষা ছেড়ে দিতে উত্সাহ পাবে। তবে কিছু কিছু লোক মনে করে এ চুক্তি বিশ্বের পরমাণু বিস্তার রোধ চুক্তি লঙ্ঘণ করেছে । ফলে দক্ষিণ এশিয়ার সামরিক প্রতিযোগিতা আরও বেড়ে যাবে ।

চীন পাকিস্তানের তৃতীয় বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে

১৫ নভেম্বর চীনের সহকারী বাণিজ্যমন্ত্রী ও মুখপাত্র ছোং ছুয়ান পেইচিংয়ে বলেছেন, চলতি বছরের ৯ মাসে চীন ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য মূল্য ৩.৭৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে । ফলে চীন পাকিস্তানের তৃতীয় বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে ।

ছোং ছুয়ান বলেছেন, সম্প্রতি চীন-পাক অবাধ বাণিজ্য এলাকার পঞ্চম দফা আলোচনা শেষ হয়েছে । দু'পক্ষ বাজারের অনুমোদন এবং অবাধ বাণিজ্য চুক্তির বিষয় নিয়ে একমত হয়েছে এবং বাস্তব অগ্রগতি অর্জন করেছে । চীন-পাক অবাধ বাণিজ্য এলাকার চুক্তি অচিরেই স্বাক্ষর করা হবে । এটা দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক সম্পর্কের অগ্রগতিকে ত্বরান্বিত করবে ।

পাকিস্তানের জাতীয় সংসদে "নারী রক্ষা আইন" গৃহীত

পাকিস্তানের জাতীয় সংসদে ১৫ নভেম্বর বর্তমান ইসলামি আইনে ধর্ষণ ও ব্যভিচার সংক্রান্ত ধারাকে সংশোধন করে "নারী রক্ষা আইন" গৃহীত হয়েছে। এই আইনের অনুমোদন নারীদের স্বার্থ রক্ষার জন্য সহায়ক হবে।

  পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ এ দিন রাতে টেলিভিশন ভাষণে সারা দেশের নারীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, এটা ঐতিহাসিক তাত্পর্যসম্পন্ন একটি দিন। তিনি বলেছেন, পাকিস্তান সরকার আরো বেশি বৈধ উপায়ের মাধ্যমে নারীদের প্রতি বৈষম্য ও অন্যায্য ব্যবস্থা এড়ানোর চেষ্টা করবে। তিনি আশা করেন, এই আইনটি সিনেটে সুষ্ঠুভাবে অনুমোদিত হবে।

এপেকের ১৮তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের যৌথ বিবৃতি প্রকাশিত

১৬ নভেম্বর দু'দিনব্যাপী এপেকের ১৮তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন ভিয়েতনামের হ্যানয়তে শেষ হয়েছে । সম্মেলন শেষে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে ।

বিবৃতিতে বলা হয়, সম্মেলন পুনরায় ঘোষণা করছে যে, বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা এবং বাণিজ্যের পুঁজি বিনিয়োগ অবাধায়ন ও সুবিধায়ন বাস্তবায়নের জন্য নির্ধারিত বোগর লক্ষ্যকে সমর্থন করবে , অর্থনৈতিক প্রযুক্তির সহযোগিতা ঘনিষ্ঠ এবং মানবজাতির নিরাপত্তা জোরদার করবে ,যাতে সম্মিলিত সমৃদ্ধি বাস্তবায়ন করা যায় ।

সম্মেলনে বোগর লক্ষ্যের বাস্তবায়ন ত্বরান্বিত করা সম্পর্কে হ্যানয় পরিকল্পনা গৃহীত হয়েছে এবং বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা সমর্থন করা , সকল ও একপক্ষীয় তত্পরতা জোরদার করা , উন্নতগুণগতমানসম্পন্ন আঞ্চলিক বাণিজ্য এবং অবাধ বাণিজ্য চুক্তি ত্বরান্বিত করার উপর গুরুত্ব দেয়া হয়েছে ।

সম্মেলন এপেকের শীর্ষ নেতাদের অনানুষ্ঠানিক সম্মেলনের প্রতি দোহা আলোচনা সংক্রান্ত পৃথক পৃথকভাবে বিবৃতি প্রকাশ করা এবং দোহা আলোচনার আবার শুরু করার জন্য সক্রিয় প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে ।

সম্মেলনে বাণিজ্য পুঁজি বিনিয়োগের অবাধায়ন ও সুবিধায়ন, দুর্নীতি বিরোধীতা করা, মানবজাতির নিরাপত্তা, এপেকের সংস্কারসহ বিভিন্ন দলিল গৃহীত হয়েছে ।

এপেক নেতাদের ১৪তম অনানুষ্ঠানিক সম্মেলন শেষ হয়েছে

দু'দিনব্যাপী এপেকের নেতাদের ১৪তম অনানুষ্ঠানিক সম্মেলন ১৯ নভেম্বর ভিয়েতনামের হ্যানয়ে শেষ হয়েছে। সম্মেলনে "হ্যানয় ঘোষণা" গৃহিত হয়েছে এবং উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা সংক্রান্ত একটি মৌখিক বিবৃতি প্রকাশিত হয়েছে।

"হ্যানয় ঘোষণায়" সদস্যদের ৬টি ক্ষেত্রে আঞ্চলিক ও অবাধ বাণিজ্যের পরীক্ষামূলক চুক্তির শর্ত নির্ধারণ করা হয়েছে। এই ঘোষণায় সময় মতো বোগোর লক্ষ্য বাস্তবায়নের জন্য তৈরী "হ্যানয় পরিক্রমা"কে স্বাগত জানানো হয়েছে। এপেকের স্বাধীন ও উন্মুক্ত বাণিজ্য ও পুঁজি বিনিময় বাস্তবায়নের জন্য একটি নিরাপদ ও সুষম বাণিজ্যিক পরিবেশ সৃষ্টি করবে।

ঘোষণায় আরো বলা হয়েছে, এপেক বিশ্ব বাণিজ্য সংস্থা দোহা রাউন্ড আলোচনা সমর্থন করে। এপেকের সদস্যরা দোহা রাউন্ড আলোচনায় সাফল্য অর্জনের জন্য সব ধরণের চেষ্টা চালাবে।

সম্মেলনে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা সংক্রান্ত একটি মৌখিক বিবৃতিতে কোরীয় উপদ্বীপ ও পূর্ব-উত্তর এশিয়ার নিরাপত্তা ও শান্তি বাস্তবায়নের সিদ্ধান্ত ব্যক্ত করা হয়েছে। বিবৃতিতে জাতিসংঘের প্রস্তাব মেনে নিয়ে উত্তর কোরিয়াকে ছ-পক্ষীয় বৈঠক ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।