v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-20 17:12:08    
পরিবারের ঔষধ ঠিক কিভাবে ব্যবহার করবেন ?

cri
    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, পরিবারে সাধারণ ঔষধ রাখার অভাস অনেক লোকদের আছে। যদি ঠাণ্ডা হয় , তাহলে হাসপাতালে যাওয়ার দরকার নেই । তবে কিছু কিছু লোকেরা ঔষধ ঠিকভাবে ব্যবহার করতে পারে না, তাদের চিকিত্সা অবস্থা ভাল হয়নি, এমনকি নিজ্যের জীবনও অনেক ক্ষতি হয়েছে। তাহলে পরিবারের উচিত কি ধরণের ঔষধ রাখা এবং কিভাবে রাখা? ঔষধ ব্যবহার ক্ষেত্রের বিষয় আমরা কিভাবে জানতে পারি? আজকের " বিজ্ঞান ও জীবন" অনুষ্ঠানে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো:

    সাধারণত প্রত্যেক পরিবারে সবার একটি ছোট ঔষধ বাক্স আছে। তার ভেতরে কি কি আছে ? আমাদের সংবাদদাতা রাস্তায় এমনি সাক্ষাত্কার করেছে ।

    অধিবাসী ১: " আমার পরিবারে জ্বর, …এবং এলার্জি প্রতিরোধ সংক্রান্ত ঔষধ আছে।"

    অধিবাসী ২: " আমার পরিবারে সাধারণত জ্বর ক্ষেত্রের ঔষধ বেশি"।

    জানা গেছে, অধিবসীদের কাছে জ্বর ঔষধ সর্বোচ্চ। অন্য ঔষধ বিভিন্ন বলে খুবই কম। তাহলে সাধারণত পরিবারের কি কি ধরণের ঔষধ রাখতে উচিত ? " ছোট ঔষধ বাক্স সম্বন্ধে আমি মনে করি যে কয়েকটি নিয়ম অনুসরণ করতে হবে। প্রথম, পরিবারের ঔষধের পরিমাণ কম তবে ভাল, শুধু এক সপ্তাহের মধ্যে যথেষ্ট হয়। দ্বিতীয়, আমার মনে হয় যে নির্দিষ্ট সময়, স্থান এবং লোকের স্বস্থ্যের জন্যে কি কি ধরণের ঔষধ রাখতে হবে ? যেমন, গ্রীষ্মকালে মশার জন্য কি কি ধরণের ঔষধ রাখতে হবে, শীতকালে জ্বর সম্বন্ধে কি কি ধরণের ঔষধ নিজ্যের স্বাস্থ্যের জন্যে বেশি ভাল । আরেকটি কথা, বড় শহরের অনেক অনেক ঔষধ দকান আছে, এ জন্যে তোমার কাছে বড়টি ঔষধ বাক্স রাখার কোনো দরকার নেই।"

    এগোলো ছাড়া, আরো কি কি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে?

    প্রথম, পরিবারের ছোট ঔষধ বাক্স পরিষ্কার করতে হবে। সাধারণত তিন বা ছয় মাসের মধ্যে একবার পরিষ্কার করে । এমনকি আরো কম সময় করতে হবে।

    দ্বিতীয়, ঔষধ রাখার জায়গাও খুবই গুরুত্বপূর্ণ। তা কাগজি বাক্স বা দেরাজের ভেতরে রাখা সব ভাল নয়। কাগজি বাক্সে রাখে ঔষধ ভেজা হবে এবং দেরাজে রাখে সহজেই ময়লা হবে। এভাবে ঔষধ সব খেতে পারে না। বেশ ভাল ধারণপাত্র হচ্ছে নমনীয় জিনিস তৈরী ঔষধ বাক্স। যা রাখার জায়গার উচিত রোদ এড়িয়ে যাওয়া। বিশেষ করে কিছু কিছু ঔষধ হিমায়নযন্ত্রে রাখতে হবে। উল্লেখ্য, সব ঔষধ শিশুদের কাছে রাখবে না।

    তৃতীয়, কিছু কিছু লোকেরা ঔষধ রাখার সময় , ঔষধ বাক্সের জায়গা বেশি ব্যবহার করার জন্যে ঔষধের প্যাকিং বা চাবিফলক অবহেলা করে। আসলে এটা ঠিক নয়, ঔষধ ব্যবহার করার জন্যে সহয়ক হবে না। ঔষধের চাবিফলক রোগীদের জন্যে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে তার নির্দিষ্ট আইন শক্তি আছে। তাই রোগীদের ঔষধের চাবিফলক অনুযায়ী খেতে হবে। পেইচিং সামরিক এলাকার সাধারণ হাসপাতালের ডাক্তার চৌ সুমিং বলেছেন যে, লোকেদের ঔষধ খাওয়ার উচিত মন দিয়ে ঔষধের চাবিফলক ভালভাবে দেখা। " লোকেদের একটি ভাল অভাস হবে। ঔষধ খাওয়ার সময় ঔষধের চাবিফলক অনুযায়ী খেতে হবে। আমরা সবাই জানে যে , এখন ঔষধের অনেক নাম আছে। যেমন , একই ধরণের ঔষধ , তার বহু নাম আছে, তুমি শুধু তার একনাম জানলে , তাহলে এর ভেতরের কি কি তৈরী করেছে? সব ঠিক জানতে পারো না। তুমি খেলে সমস্যা হবে।"

    চীনা ভেজজ ওষুধের লক্ষ হচ্ছে রোগ প্রতিরোধ, নির্ণয় ও চিকিত্সা করা। এটি প্রধানতঃ চীনা প্রাকৃতিক ওষুধপত্র এবং উত্পন্ন ওষুধ নিয়ে গঠিত , যেমন ভেজজ, প্রাণীজ, খনিজ, কিছু রাসায়নিক এবং জৈব পদার্থ নিয়ে তৈরি ওষুধ। চীনা ওষুধের আবিস্কার ও প্রয়োগের ইতিহাস হাজার বছর। তবে চীনা চিকিত্সাবিদ্যা কথাটি চীনে পশ্চিমা চিকিত্সাবিদ্যার প্রবেশের পরই পরিচিত হয়েছে। চীনা চিকিত্সাবিদ্যার লক্ষ্য হচ্ছে পশ্চিমা চিকিত্সাবিদ্যার সঙ্গে তার পার্থক্য নিরূপন করা।

    ভবিষ্যতে চীন চীনা চিকিত্সা আর ওষুধের বর্তমান ধারা বজায় রেখে উত্কৃষ্টতর ভেষজ উদ্ভিদের চাষ করবে। তাতে আইসোটোপ আর জৈব প্রকৌশল ব্যবহৃত হবে। পাশাপাশি, যষ্টিমধুর শোকড়, বড় পুস্পবিশিষ্ট স্কালক্যাপের শোকড় এবং চীনা থরোওয়াক্স ইত্যাদি দারুণ চাহিদা সম্পন্ন ভেষজ উদ্ভিদের উত্পাদন বাড়ানো হবে। বীজের বিলুপ্তি রোধ এবং নতুন ভেষজ উদ্ভিদ চাষের উপর গবেষণাও বাড়ানো হবে।