চীন-লাওস চতুর্থ জলসেচ ও বিদ্যুত্ চুক্তি ১৯ নভেম্বর পেইচিংয়ে স্বাক্ষরিত হয়েছে ।
এই চুক্তি অনুযায়ী মোট ১৪.২ কোটি মার্কিন ডলার পুঁজিবিনিয়োগ করা হবে।
এই কম্পানির বিদেশে জলসেচ ও বিদ্যুত্ প্রকল্প তৈরীর ইতিহাস মোট ৫০ বছরেরও বেশি। ১৯৯৬ সালে লাওসে প্রকল্প শুরুর পর, চীনের জলসেচ ও বিদ্যুত্ কম্পানি সেখানে মোট চারটি জলসেচ ও বিদ্যুত্ প্রকল্প প্রতিষ্ঠা করেছে। যাতে মোট ১৭ কোটি মার্কিন ডলার পুঁজিবিনিয়োগ করা হয়েছে ।
|