শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিনদা রাজাফাকসে ১৯ নভেম্বর বলেছেন, তাঁর সরকার বিরোধী এলটিটিই'র চাপের কাছে নতি স্বীকার করবে না। শ্রীলংকা সরকার সন্ত্রাসী তত্পরতা অব্যাহতভাবে দমন করবে ।
১৯ নভেম্বর রাজাফাকসের ক্ষমতারোহনের এক বছর পূর্তি হয়েছে। তিনি বলেছেন, গতবছর শ্রীলংকা সরকার সন্ত্রাস দমনে অনেক অগ্রগতি অর্জন করেছে। টাইগার গেরিলাদের ক্ষমতা এখন শুধু কয়েকটি গ্রামের মধ্যে সীমাবদ্ধ।
গত সপ্তাহে শ্রীলংকা সরকার আর টাইগার গেবিলাদের মধ্যে ব্যাপক রসংঘর্ষ হয়েছে। এতে মোট ৩ হাজার লোক নিহত হয়েছে।
|