সুদান দারফুরে জাতি সংঘ ও আফ্রিকা লীগের যৌথ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে রাজি হয়েছে--- সম্প্রতি জাতি সংঘের মহা সচিব কোফি আনানের এই বক্তব্যকে ১৮ নভেম্বর সুদানের পররাষ্ট্র মন্ত্রী লাম আকোল আজাভিন অস্বীকার করেছেন। একটি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সুদান সরকার দারফুরে কোন যৌথ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে রাজি হয়নি।সুদান সরকার মনে করে, জাতি সংঘের সমর্থিত আফ্রিকা লীগের বাহিনী দারফুরে শান্তিরক্ষী দায়িত্ব পালন করবে। তিনি পুনরায় ঘোষণা করেছেন, সুদান সরকার দারফুরে শান্তিরক্ষী বাহিনীর সংখ্যা ৭৮০০ থেকে ১৭ হাজারে বাড়ানোর বিরোধিতা করে। তিনি বলেছেন, এখনো শান্তিরক্ষী বাহিনীর সংখ্যা নির্ধারনের সময় হয়নি।
নভেম্বর ইথিওপিয়ার রাজধানী আদ্দিসআবাবাতে অনুষ্ঠিত সুদানের দারফুর সমস্যা সংক্রান্ত উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে কোফি আনান বলেছেন, সুদান সরকার দারফুরে আরও বেশী জাতি সংঘ বেশী শান্তিরক্ষী বাহিনী পাঠাতে রাজি হয়েছে।
|