|
|
(GMT+08:00)
2006-11-19 19:47:44
|
চীন আর লাওসের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক(ছবি)
cri
১৯ নভেম্বর ভিয়েনটিলেনে পৌঁছানোর পর চীনের কমিউনিস্ট পাটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট হু চিন থাও লাওসের বিপ্লবী পাটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও লাওসের প্রেসিডেন্ট ছোমালি সায়াসনের সঙ্গে বৈঠক করেছেন। দুই নেতার মধ্যে দু'দেশের সৌর্হাদ্যপূর্ণ মৈত্রী জোরদার বাড়ানো , দু'পক্ষের পারষ্পরিক রাজনৈতিক আস্থা বাড়ানো, পারষ্পরিক উপকারিতামূলক সহযোগিতাকে গভীরতর করা এবং দু'দেশের সম্পর্কের সুন্দর ভবিষ্যত প্রণয়নের বিষয় নিয়ে মত বিনিময় হয়েছে।
|
|
|