অষ্টম বিশটি রাষ্ট্রগোষ্ঠীর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানদের সম্মেলন ১৯ নভেম্বর অষ্ট্রেলিয়ার মেলবোর্নে শেষ হয়েছে । সম্মেলনটি সারা পৃথিবীর অর্থনীতির উন্নয়নের ভবিষ্যত সম্বন্ধে আশাবাদী । সম্মেলনে জ্বালানী সম্পদ , সারা পৃথিবীর বয়স্ক লোকসংখ্যা বৃদ্ধির প্রবণতা ও ব্রিটন বন প্রতিষ্ঠানেরসংস্কারসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ।
সম্মেলনে অংশগ্রহণকারীরা মনে করেন , বর্তমানে সারা পৃথিবীর অর্থনীতিতে জ্বালানী সম্পদের মূল্যবৃদ্ধি , মুদ্রাস্ফীতির চাপ ও বাণিজ্য সংরক্ষণবাদসহনানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে । বিশ রাষ্ট্রগোষ্ঠীর সদস্যদেশগুলোর উচিত আর্থিক ক্ষেত্রের সহযোগিতা বাড়িয়ে সারা পৃথিবীর অর্থনীতির উন্নয়নের জন্য অনুকুল শর্ত সৃষ্টি করা এবং জ্বালানী সম্পদের দাম বৃদ্ধি থেকে সৃষ্ট প্রতিকুল প্রভাব দূর করার জন্য ব্যবস্থা নেয়া ।
সম্মেলনে সারা পৃথিবীর বয়স্ক লোকসংখ্যা বৃদ্ধির প্রবণতা নিয়েও আলোচনা করা হয়েছে । সম্মেলনে আন্তর্জাতিক সম্প্রদায়কে শ্রমশক্তির অভাব ও ব্যয়ের বৃদ্ধি থেকে সৃষ্ট মন্দা দূর করার জন্য ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে ।
|