১৯ নভেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ পাকিস্তানের পূর্বাঞ্চলের লাহোর শহরে সফররত ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে বৈঠক করেছেন । বৈঠকে দুই নেতা সন্ত্রাসদমন ক্ষেত্রে দু দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন ।
বৈঠকের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে , দু' দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা বিভাগের মধ্যে স্বাক্ষরিত নতুন সহযোগিতা চুক্তির কাঠামোতে সন্ত্রাসদমন , মাদক পাচার প্রতিরোধ ও অবৈধ অভিবাসীসহ বিভিন্ন বিষয়ে দু'দেশের সহযোগিতা বাড়ানো হবে। পরবর্তী তিন বছরে বৃটিশ সরকার পাকিস্তান সরকারকে ৯০ কোটি মার্কিন ডলার আর্থিক সাহায্যসহ দু'টি হেলিকপ্টার দেবে ।
১৮ নভেম্বর থেকে ব্লেয়ার তার পাকিস্তান সফর শুরু করেছেন । বৃটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এটা হলো তার তৃতীয়বারের মত পাকিস্তান সফর।
|